ইন্ডিয়ান নেভিতে গ্রুপ-সি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।মাধ্যমিক পশে আবেদন করতে পারবেন ।
কেন্দ্রীয় সরকার থেকে মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে বিভিন্ন পদে নিয়োগ করানো হবে যেমন – স্টাফ নার্স , ড্রাইভার , লাইব্রেরী পদে কর্মী নিয়োগ নেওয়া হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন আমরা জেনে নেব আবেদন পদ্বতি , কত টি শূন্যপদ রয়েছে , কত টাকা বেতন , আবেদন করার লাস্ট ডেট বিস্তারিত সম্পন্ন জেনে নেব।
👇
- পদের নাম = শিবেলিয়ান মোটর ড্রাইভার
মোট শূন্যপদ = 40 টি
শিক্ষাগত যোগ্যতা = যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 19,900 থেকে 63 হাজার টাকা পর্যন্ত ।
👇
2. পদের নাম = স্টাফ নার্স
মোট শূন্যপদ = 3 টি
শিক্ষাগত যোগ্যতা = মাধ্যমিক পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে নার্সিং সার্টিফিকেট সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং হিন্দি ভাষা কথা বলতে অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতন = প্রার্থীরা বেতন পেয়ে যাবেন 44,900 টাকা থেকে 1 লক্ষ 42 হাজার 400 টাকা পর্যন্ত ।
👇
3. পদের নাম = লাইব্রেরী এন্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ।
মোট শূন্যপদ = 6 টি
শিক্ষাগত যোগ্যতা = লাইব্রেরির বেচেলর ডিগ্রী পাস থাকতে হবে। তার সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স = প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন ।
বেতন = 35 হাজার 400 থেকে 1 লক্ষ 12 হাজার 400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পেয়ে যাবেন ।
আবেদন পদ্ধতি = প্রার্থীরা আবেদন করতে হবে, অফলাইনের মাধ্যমে ।আবেদন Form এর লিংক নিচে দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম ভালোভাবে পূরণ করে নিবেন। পূরণ করার পর পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে ।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ = 29 শে সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে জমা দিতে হবে ।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা = Click Here
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ওখান থেকে ডাউনলোড করে জানতে পারবেন ও অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ।
👇
Official Notification = Download
Apply Form = Download
Daily Job Update = Click Here
👇