বড় ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্যে 89000 হাজার শিক্ষক নিয়োগ করানো হবে।

Spread the love

বড় ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্যে 89000 হাজার শিক্ষক নিয়োগ করানো হবে।

পশ্চিমবঙ্গের রাজ্যের চাকরির প্রার্থীদের বড় সুযোগ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে রাজ্যে 89 হাজার শিক্ষক নিয়োগ করানো হবে অতি শীঘ্রই আমরা জেনে নেব কতটি নিয়োগ করানো হবে কিভাবে নিয়োগ করানো হবে কবে অফিসার নোটিফিকেশন দেওয়া হবে বিস্তারিত জেনে নেব।

রাজ্যের শিক্ষক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টের এখনো সিবিআই তদন্তের জারি রয়েছে তদন্ত খবর প্রকাশ হলেই আক্রমণ অস্থিরতা পড়ছে রাজ্য সরকার বিরোধীরা একের পর এক রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগে উপর আক্রমণ চলছে। এর মধ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রাজ্যে নতুন করে শিক্ষক নিয়ে যোগ করানো হবে 89 হাজার

এদিন শিক্ষা রত্না সম্মান প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে 89 হাজার শিক্ষক নিয়োগ করানো হবে এমনটাই জানালেন। সবকিছু রেডি আছে এছাড়াও জানান সরকার ইতিমধ্যে 2 লক্ষ 63 হাজার টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ করেছে। 10000 বিশ্ববিদ্যালয় আপারও নিয়োগ করানো হবে। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

তিনি এটাও জানেন 15 দিনের মধ্যে স্কেল টিপ্লোমেন্ট টেনিং শো 30 হাজার কর্মী নিয়োগ করন হবে স্কেল ডেভেলপমেন্ট হাতে-কলমে শেখানো হবে। হাতে কলমে কাজ শেখানো হয় এবং কাজ শিখে যাতে সহজেই চাকরি পায় চাকরী প্রার্থীরা তার জন্য সরকার একটি পোর্টালও চালু করেছে। তাঁর 89 হাজার শিক্ষক নিয়োগের ঘোষণায় কিছুটা খুশি রাজ্যের চাকরী প্রার্থীরা। খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আশায় রয়েছে চাকরী প্রার্থীরা।

আরো বিশেষ বিবরণ জানতে হলে আমাদের পেজটি ফলো করে রাখবেন অথবা নিচে রয়েছে YouTube চ্যানেল লিংক ওখানে গিয়ে সাবস্ক্রাই করে রাখবেন পরবর্তী Next Update পাওয়ার জন্য আশা করি অতি শিগ্রই এই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।

YouTube Channel Link = Click Here

Daily Job Updatet = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!