কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

Spread the love

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। যেকোনো ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আমরা জেনে নেব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা আবেদন করার শেষ তারিখ কতগুলি শূন্যপদ রয়েছে কিভাবে আবেদন করবেন বয়স কত লাগবে বিস্তারিত সম্পর্কে জেনে নেব।

যেসব পদে নেওয়া হবে = Medical Officer, Staff Nurse, Lab Technician, Ward Attendant, Radiology Technician, Pharmacist, Dresser, Panchakarma Technician, OT Assistant, Gardner, MTS, Driver, Yoga Therapist, Physiotherapist, Data Entry operator, IT Assistant, Panchakarma Attendant, Lab Attendant, Bio Medical Engineer , Public Relation fficer(PRO), Personal Secretary to Dean, Assistant Library officer, Museum Keeper, Optometrist

পদের নাম = মেডিকেল অফিসার

মোট শূন্যপদ রয়েছে = 12 টি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 45 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা = যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান MD/MS (Ayu) with clinical experience থেকে পাস করে থাকতে হবে।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে 75 হাজার টাকা।

পদের নাম = স্টাফ নার্স

মোট শূন্যপদ রয়েছে = 20 টি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 35 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা = যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি B.Sc নার্সিং চার বছরের কোর্স করে থাকতে হবে।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 37,500 টাকা।

পদের নাম = ওয়ার্ড Assistant

মোট শূন্যপদ রয়েছে = 20 টি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে মিনিমাম 30 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে যেকোন হসপিটালে নার্সিং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 17 হাজার 190 টাকা ।

পদের নাম = ল্যাব এসিস্ট্যান্ট

শূন্যপদ রয়েছে = 10 টি

বয়স = প্রথীদেরকে বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করে সঙ্গে হসপিটালের চার বছর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 18,840 টাকা।

বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বয়স রয়েছে আরও জানতে হলে নেচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন।

আবেদন পদ্ধতি সাথীদেরকে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে। নিচে দেওয়া হয়েছে এপ্লাই নেই ওখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পরই সর্ব প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ।

আবেদন ফ্রী প্রার্থীদেরকে আবেদন ফি জমা করতে হবে 855 টাকা ও SC/ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদ জমা করতে হবে 531 টাকা।

আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ও ইপিআইটির মাধ্যমে।

আবেদন শেষ তারিখ = প্রার্থীদেরকে অবদান করতে হবে 19শে অক্টোবর 2013 তারিখের মধ্যে।

আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here

Official Notification = Download

Apply Link = Click Here        

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!