Constable Recruitment from Central Govt

কেন্দ্রীয় সরকার থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । মাধ্যমিক পাশে আবেদন ।

Spread the love

কেন্দ্রীয় সরকার থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । মাধ্যমিক পাশে আবেদন । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা , কতটি শূন্যপদ রয়েছে বিস্তারিত সম্পর্কে জেনে নেব।

প্রতিদিন সরকারি চাকরি সবার প্রথম পেতে হলে  আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাশের সরকারি চাকরি সবার প্রথমে = https://banglaexam24.com

.

পদের নাম = কনস্টেবল

মোট শূন্যপদ রয়েছে = 399 টি

শিক্ষাগত যোগ্যতায় = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিতে = প্রার্থীদেরকে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে । নিচে দেয়া থাকবে Apply লিংক ওখানে গিয়ে আপনারা সরাসরি আপদান করতে পারবেন ।

বেতন = প্রার্থীদেরকে বেতন দেওয়া হবে প্রতি মাসে 21700 টাকা থেকে 69 হাজার 100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন ফি = প্রার্থীদেরকে আবেদন ফি লাগবে 100 টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগবে না ।

নিয়োগ = প্রার্থীদেরকে নিয়োগ করানো হবে ইন্টারভিউ এর মাধ্যমে ।

আবেদন করার শেষ তারিখ = প্রার্থীদেরকে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি ছাড়ার 30 দিনের মধ্যে আবেদন করতে হবে ।

Official Notification = Download now

Apply Link = Click Here

Daily Job Update = Click Here

সবার আগে চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!