রাজ্যের স্কুল গুলিতে দারোয়ান পদে কর্মী নিয়োগ । এইট পাশে আবেদন ।

Spread the love

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর রাজ্যের স্কুল গুলিতে দারোয়ান পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এইট পাশে আবেদন করতে পারবেন । যেকোন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে ছেলেমেয়ে আবেদন করতে পারেন । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত সম্পর্কে।

যিনারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে প্রশ্নপত্র আসবে তা নিয়ে আলোচনা করা হয়েছে এই BanglaExam24.Com এ ওখানে গিয়ে যেকোন চাকরির ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন ।

পদের নাম = দারোয়ান

মোট শূন্যপদ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত এইট পাশে আবেদ ।

বয়স = প্রাতিদেরকে বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন ।

বেতন = রথের প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 17 হাজার টাকা থেকে 43 হাজার টাকা পর্যন্ত ।

পদের নাম = মেথর

মোট শূন্যপদ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন ।

বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন ।

বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 19700 টাকা থেকে 50500 টাকা পর্যন্ত ।

আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে নিচে দেওয়া রয়েছে Apply Form লিংক ওখান থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টগুলি একসাথে খাম বন্দি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

নিয়োগ পদ্ধতি = প্রার্থীদেরকে নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে ।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা = Favour of the Member Secretary, Pipla Residential Deaf & Dumb School, C/o- Office of the District Mass Education Extension Officers, Education Complex, Atul Market, P.O+Dist- Malda, Pin-732101.

আবেদন করার শেষ তারিখ = 16ই জানুয়ারি 2022

আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।

এই আমাদের অফসাইটে প্রতিদিন চাকরির খবর পেয়ে যাবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ।

Official Notification = Download

Apply Form = Click Here

প্রতিদিন চাকরির খবর পেয়ে যাবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!