রাজ্যে চাকরি প্রার্থীর দেরজন্য সুখবর ফরেস্ট গার্ড , নাইট গার্ড , সাফাই কর্মী , ক্লার্ক , পিয়ন বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই । মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে সবাই ।আমরা জেনে নেব আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা , কতটি শূন্যপদ রয়েছে বিস্তারিত সম্পর্কে । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন ।
যেসব পদে নেওয়া হবে :- R.M.O , O.C.S.I , ফরেস্ট গার্ড , নাইট গার্ড , সাফাই কর্মী , ক্লার্ক , পিয়ন ।
পদের নাম = ফরেস্ট গার্ড , নাইট গার্ড , সাফাই কর্মী ও পিয়ন ।
মোট শূন্যপদ রয়েছে = চারটি
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত এইট পাশ থাকলে আবেদনযোগ্য ।
বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 17 হাজার টাকা থেকে 43 হাজার টাকা পর্যন্ত ।
পদের নাম = লোড ডিভিশন ক্লার্ক
মোট শূন্যপদ = একটি
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাশে আবেদন ।
বেতন = প্রার্থীদের প্রতিমাসে বেতন পেয়ে যাবেন 22 হাজার 700 টাকা থেকে 58 হাজার 500 টাকা পর্যন্ত ।
পদের নাম = R.M.O
মোট শূন্যপদ = একটি
শিক্ষাগত যোগ্যতা = M.B.B.S যেকোনো উনিভার্সিটি থেকে ।
বেতন = প্রার্থীদের প্রতিমাসে বেতন পেয়ে যাবেন 56 হাজার 100 টাকা থেকে 1,44,300 টাকা পর্যন্ত ।
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে এবং সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন এখানে ।
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে নিচে দেওয়া রয়েছে এপ্লাই ফ্রম এর লিংক দেওয়া রয়েছে । ওখান থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একসাথে সমস্ত ডকুমেন্টস খাম বন্দি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে বাধ্যতামূলক পোস্ট এর নাম লিখতে হবে।
আবেদন ফি = প্রার্থীদেরকে আবেদন ফি ( ফরেস্ট গার্ড , নাইট গার্ড , সাফাই কর্মী ও পিয়ন ) UR/OBC/ Ex Se. জমা দিতে হবে 500 টাকা SC/ST/PWDপ্রাথীদের ক্ষেত্রে 250 টাকা বাকি সমস্ত পদের ক্ষেত্রে ।
নিয়োগ পদ্ধতি = প্রার্থীদেরকে নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা ও ইস্কিল টেস্টের মাধ্যমে ।
আবেদনপত্রের জমা দেওয়ার ঠিকানা = Contonment Broad Office, Jalapahar, Derjeeling, West Bengal – 734105
নিয়োগ স্থান = প্রার্থীদের নিয়োগ করানো হবে Contonment Broad Office, Jalapahar, Derjeeling
আবেদন করার শেষ তারিখ = 20 জানুয়ারি 2022 ।
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসার নোটিফিকেশন লিংক ওখানে গিয়ে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।

Officel Notification = Download
Apply Now = Click Here
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে চাকরির খবর পেয়ে যান = Click Here