রাজ্য জেলায় স্বাস্থ্য দপ্তর স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ GNM পাশে থাকলে করতে পারবেন

Spread the love

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রাজ্য জেলা স্বাস্থ্য দপ্তরের স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে সবাই । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা আবেদন করার শেষ তারিখ কত টাকা বেতন কতটি শূন্যপদ রয়েছে বিস্তারিত সম্পর্কে জেনে নিও।

রাজ্য জেলায় স্বাস্থ্য দপ্তরের স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ

পদের নাম = স্টাফ নার্স

শূন্যপদ রয়েছে = 29 টি

শিক্ষাগত যোগ্যতা = ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা পশ্চিমবঙ্গের নার্সিং র্সিং কাউন্সেলিং শিক্ষিত যেকোন প্রতিষ্ঠান থেকে GNM ক্রস করা থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীরা ।

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন ।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 25 হাজার টাকা ।

পদের নাম = কমিউনিটি হেলথ সিস্টেম

মোট শূন্যপদ রয়েছে = 29 টি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন ।

শিক্ষাগত যোগ্যতা = ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা পশ্চিমবঙ্গের নার্সিং র্সিং কাউন্সেলিং শিক্ষিত যেকোন প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন ।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 13000 টাকা।

পদের নাম = মেডিকেল অফিসার

মোট শূন্যপদ রয়েছে = 29 টি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 67 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন

শিক্ষাগত যোগ্যতা = যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী অথবা ডিপ্লোমা ডিগ্রী চার বছরের কোর্স করা থাকতে হবে।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেয়া হবে 60 হাজার টাকা ।

পদের নাম = ড্রাইভার

মোট শূন্যপদ রয়েছে = একটি।।

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 25 থেকে 40 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইট পাশ সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে এখানে আবেদন করতে পারবেন।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 11500 টাকা।

আবেদন ফ্রি = প্রার্থীদেরকে আবেদন ফ্রি জমা করতে হবে 100 টাকা ও SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগবে না ।

আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । নিচে দেওয়া রয়েছে এপ্লাই ফর্ম এর লিংক ওখান থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টগুলি একসাথে খাও খাম বন্দি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা = Chief Medical Officer of Health, Hooghly, New Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 7121O1

আবেদন করার শেষ তারিখ = 8ই জুন 2023 ।

নিয়োগ পদ্ধতি = প্রার্থীদেরকে নিয়োগ করানোর হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ।

আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।

কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন তা নিয়ে এখানে মক টেস্ট তৈরি করানো হয়েছে যেকোন চাকরি ক্ষেত্রে এই মক টেস্ট গুলি কমন পেয়ে যাবেন = Click Here

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

মক টেস্ট করুন যেকোন চাকরি ক্ষেত্রে প্যাক টেস্ট = Click Here

Official Notification = Download

Apply Website = Click Here

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here

প্রতিদিন চাকরি খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের সবার আগে = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!