পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। আমরা জেনে নেব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা আবেদন করার শেষ তারিখ কতগুলো শূন্যপদ রয়েছে বয়স কত লাগবে বিস্তারিত সম্পর্কে জেনে নেব।
পদের নাম = অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
মোট শূন্যপদ রয়েছে = একটি
বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্স বিষয় নিয়ে স্নাতক পাস করে থাকতে হবে প্রার্থীদেরকে। এছাড়াও প্রতিদেরকে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে।
বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 56 হাজার 100 টাকা।
পদের নাম = এমটিএস MTS
মোট শূন্যপদ রয়েছে = 10 টি
বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে মিনিমাম 25 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে, সঙ্গে দুই বছরের আইডিয়াই সার্টিফিকেট থাকতে হবে।
বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেয়া হবে 18 হাজার টাকা।
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। নিচের লিংক দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর এর লিংক ওখান থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্ট গুলি একসাথে খাব্বন্ধী করে নির্দিষ্ট অফিসে পাঠাতে হবে।
আবেদন ফি = প্রার্থীদেরকে আবেদন ফি জমা করতে হবে এক হাজার টাকা ও SC/ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে 500 টাকা।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা = The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Kolkata – 700032
আবেদন শেষ তারিখ = প্রার্থীদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ 24শে নভেম্বর 2023 তারিখের মধ্যে।
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।
কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here
কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here
যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here
Official Notification = Download
Apply Form = Click Here
টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here