হলদিয়া জেলায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিনামূল্য প্রতিক্ষণ

হলদিয়া জেলায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিনামূল্য প্রতিক্ষণ । মাধ্যমিক পাশে আবেদন ।

Spread the love

রাজ্যের প্রার্থীদের জন্য সুখবর হলদিয়া জেলা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিনামূল্যে প্রতিক্ষণ করানো হবে । মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন । আমরা জেনে নেব আবেদন পদ্ধতির , শিক্ষাগত যোগ্যতা , আবেদন করা লাস্ট ডেট বিস্তারিত সম্পর্কে জেনে নিব।

.

পদের নাম = প্রার্থীদেরকে যেসব পদে নেওয়া হবে – অ্যাকাউন্ট , অপারেটর , ফিটার , কেমিক্যাল , মেকানিক , ইঞ্জিনিয়ার , ইলেকট্রিক , ডাটা এন্ট্রি অপারেটর সহ সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে ।

শিক্ষাগত যোগ্যতা = প্রার্থীদের আবেদন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডাটা এন্ট্রি অপটারের জন্য উচ্চমাধ্যমিক পাস এবং বাকি অন্যান্য পদের ক্ষেত্রে B.A পাস থাকতে হবে ।

বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে এবং সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন ।

আবেদন পদ্ধতি = প্রার্থীদের কে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । নিচে দেওয়া থাকবে লিঙ্ক অফিসিয়াল ওখান থেকে ভিজিট করে রেজিস্ট্রেশন করে ফর্মটি ফিলাপ করে আবেদন করতে হবে । ( তোমরা যদি আবেদন করার ভিডিও চান অবশ্যই কমেন্ট না করে জানিয়ে দিবেন পরবর্তীতে স্পেশাল ভাবে একটা ভিডিও বানিয়ে দিব )

নিয়োগ পদ্ধতি = প্রার্থীদের নিয়োগ করানো হবে ইন্টারভিউ , মেডিকেল ফিটনেস ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীদেরকে নিয়োগ করানো হবে ।

আবেদন করার লাস্ট ডেট = প্রার্থীদের কে আবেদন করতে হবে 23 শে অক্টোবর 2022 এর মধ্যে ।

আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ও অফ সাইটের লিংক বিস্তারিত জানতে পারবেন ওখান থেকে ভিজিট কর

.

Official Notification = Download no

Official Website = Click Here

Daily Job Update = Click Here

সবার আগে চাকরির খবর পেয়ে যান Daily = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!