ITBP তে সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ছেলে-মেয়ে সবাই ।
পশ্চিমবঙ্গ ছাত্র ছাত্রীদের জন্য সুখবর আইটিবিপি তে সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে আবেদন করতে পারবেন । আমরা জেনে নেব আবেদন পদ্ধতির শিক্ষাগত যোগ্যতা ,কতটি শূন্যপদ রয়েছে ,কিভাবে আবেদন করবেন বিস্তারিত সম্পর্কে জেনে নেব।
পদের নাম = Assistant সাব ইন্সপেক্টর
মোট শূন্যপদ রয়েছে = 24টি
শিক্ষাগত যোগ্যতা = যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে ফার্মাসিতে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তবে এখানে আবেদন করতে পারবেন।
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন প্রার্থীরা ।
বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 29 হাজার 200 টাকা থেকে 92 হাজার 300 টাকা পর্যন্ত দেওয়া হবে ( পেলেবেল ৫ অনুযায়ী বেতন পেয়ে যাবেন ) ।
আবেদন ফি = প্রার্থীদেরকে আবেদন ফি দিতে হবে বা জমা করতে হবে 100 টাকা ও ST/SC/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগে না।
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদন পত্র নিচে লিঙ্ক দেয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বাধ্যতামূলক ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে তবে এখানে আবেদন করতে পারবেন ।
নিয়োগ পদ্ধতি = প্রার্থীদের কে নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন করার শেষ তারিখ = 23শে নভেম্বর 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে ।
Physical Standa Rds Test =

Exam সিলেবাস থাকবে =

প্রার্থীদের আবেদন করার পর দুই থেকে তিন মাস পর পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার পর রেজাল্ট দেওয়া হবে রেজাল্টের পর যারা উত্তীর্ণ হবে তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকানো হবে।
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন লিংক ও অফিসিয়াল অফ সাইটের লিংক ওখানে গিয়ে আরো বিশেষ বিবরণ জানতে পারবেন।
সরকারি কিংবা বেসরকারি সরকারি চাকরি জন্য আবেদন করেছেন কিভাবে প্রশ্নপত্র আসবে কি কি সিলেবাস থাকবে কিরকম কোসিয়ান আসবে তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে । আপনারা এখানে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ( যিনারা এখনো YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ) Click Here ।
Official Notification = Download
Apply Now = Click Here
সরকারি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে সবার আগে পেয়ে যান খবর = Click Here