পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রাজ্যে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ইতিমধ্যে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আমরা জেনে নেব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা আবেদন করার শেষ তারিখ কতগুলি শূন্যপদ রয়েছে বিস্তারিত সম্পর্কে।
রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম = মেডিকেল অফিসার
মোট শূন্যপদ রয়েছে = 59 টি
বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে মিনিমাম 67 বছরের মধ্যে। প্রার্থীদেরকে বয়স ধরানো হবে 01 আগস্ট 2023 তারিখের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস অথবা সমতল ডিগ্রি প্রাপ্ত চাকরির প্রার্থীরা ন্যূনতম এক বছরের ইন্টারশীপ অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 24 হাজার টাকা।
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে সম্পন্ন অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া রয়েছে এপ্লাই ফর্ম লিঙ্ক ওখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টগুলি একসাথে ইন্টারভিউ এর সময় সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউ এর স্থান = Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5. S.N.Banerjee Road, Kolkata-700013
ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে যেতে হবে = প্রার্থীদেরকে সমস্ত ডকুমেন্টস গুলির সঙ্গে নিয়ে যেতে হবে যেমন-বয়সের প্রমাণপত্র শিক্ষাগত জগতে সার্টিফিকেট ও মার্কশিট কম্পিউটার সার্টিফিকেট ও মার্কশিট জাতিগত সংসদ পত্র কার সার্টিফিকেট থাকলে দিতে পারেন আধার কার্ড অ্যাড্রেস হিসাবে ভোটার কার্ড ও আধার কার্ড।
ইন্টারভিউ এর তারিখ = প্রার্থীদেরকে ইন্টারভিউ দিতে হবে 4ই আগস্ট 2023 ( ইন্টারভের সময় উপস্থিত হতে হবে সকাল 11:30 মিনিট থেকে 12:30 মিনিটের মধ্যে )।
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।
কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here
কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here
যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here
Official Notification = Download
Apply Form = Click Here
টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here