সাধারণ জ্ঞান এখন সব রকমের চাকরির পরীক্ষা সাধারণ জ্ঞান বিষয় প্রশ্ন আসছে, দুঃখের কথা এ নিয়ে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছেলেমেয়েদের ততটা দেয় না কেন কারণ যেকোন চাকরি ক্ষেত্রে এই প্রশ্নগুলো আমরা তুলে ধরেছে এই প্রশ্নগুলো আপনারা একটু পড়লেই আপনারা কমেন্ট পেয়ে যাবেন । কারণ হিসাবে তারা বলছে এত বড় সিলেবাস কথা থেকে কি প্রশ্ন আসবে? কি ধরনের প্রশ্ন প্রস্তুতি নেবে সাধারণ জ্ঞান বিষেও কমন পাওয়া যাবে তা বুঝে উঠ ওঠা পারছে না বা বুঝতে পারছেনা তাই এই সমস্যার সমাধান আমরা এই BanglaExam24.Com ওয়েবসাইটে আমাদের এ বিষয়ে ব্যাপারে আমরা চাকরির প্রস্তুতি নতুন ধরনের প্রশ্ন কিভাবে আসবে কি রকম পড়তে হবে তা নিয়ে আলোচনা করব ।
সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান হলো অর্থাৎ যেকোনো চাকরি ক্ষেত্রে আমরা জেনে রাখি কথা থেকে প্রশ্ন কি রকম আসবে কিভাবে পরীক্ষা দেব তা নিয়ে আমরা বুঝে উঠতে পারছি না বা বুঝতে পারছি না তার জন্য আমরা নিয়ে চলে এসেছি এখানে সাধারণ জ্ঞান যেকোন চাকরি ক্ষেত্রে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ।
সাধারণ জ্ঞান
প্রশ্ন – আমাদের দেশের সবথেকে বড় স্পষ্ট গ্রন্থি কোনটি
উত্তর = যকৃত
প্রশ্ন – চোখের কোন অংশ তারা তন্ত্র কে ছোট্ট ও বড় হতে সাহায্য করে
উত্তর = আইরিশ
প্রশ্ন – কোন দ্বিগুণ চুম্বকের কেন্দ্রে চুম্বক ত্বকের মান কত
উত্তর = ..?
প্রশ্ন – বাড়ির বৈদ্যুতিক বর্ত নিতে ফিউজ তার কিভাবে সংযোগ থাকে
উত্তর = মেন লাইন শ্রেণি সময়
প্রশ্ন – সোডা ওয়াটার এ কোন গ্যাস ব্যবহার করা হয়
উত্তর = কার্বন ডাই অক্সাইড
প্রশ্ন – কোন বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে কেন আবার নিচে নেমে আসে
উত্তর = পৃথিবীর আকর্ষণীয় বলের জন্য
প্রশ্ন – কোন বিজ্ঞানে গবেষণা থেকে পরমাণু মধ্যে বিভিন্ন ইলেকট্রন পক্ষ কথাগুলির বিষয়ে সম্বন্ধে ধারণা পাওয়া যায়
উত্তর = উত্তর হয় নিলস বর
প্রশ্ন – এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়
উত্তর = রোবট ক্লাইভ ও অযোধ্যার নবাব
প্রশ্ন – প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হলেন ছিলেন
উত্তর = সারা যিনি নাইডু
প্রশ্ন – সিনাই পেনিনসুলা’ কোন আফ্রিকান দেশে আছে
উত্তর = মিশর।
প্রশ্ন – ভাকরা ও নাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে
উত্তর = শতদ্রু
প্রশ্ন – আহার’ নদী ভারতের কোন রাজ্যে আছে
উত্তর = রাজস্থান ।
প্রশ্ন – ‘জলঢাকা’ নদীর উৎপত্তিস্থল কোনটি
উত্তর = ভুটানের বিদাং হ্রদ।
প্রশ্ন – পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পোকার চাষ হয়
উত্তর = কোচবিহার।
প্রশ্ন – কোন শিলায় স্তর দেখতে পাওয়া যায় না
উত্তর = কংগ্রোমারেট।
প্রশ্ন – কোন নদীকে ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ বলে
উত্তর = গোদাবরী।
প্রশ্ন – ‘ব্রাহ্মনী জলপ্রপাত’ কোন পাহাড়ে আছে
উত্তর = অযোধ্যা পাহাড়।