Kolkata Police Preliminary Exam Preparation 2023

Spread the love

যেকোনোরাজ্যওকেন্দ্রীয়সরকারেরচাকরিরপরীক্ষারপরিস্থিতিরজন্যআমরাআয়োজনকরেছিমকটেস্টএইমকটেস্টপ্র্যাকটিসকরলেআপনারাপরীক্ষারজন্যপরিস্থিতিতৈরিকরতেপারেন।পশ্চিমবঙ্গেরযেকোনোচাকরিক্ষেত্রে Mock Test যেমন- Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোনচাকরিরক্ষেত্রেপরিস্থিতিনিতেপারেন।

 

1. ভারতের কোন রাজ্যের কৃষকদের ‘কুনবি’ বলা হয় ?

উত্তর :- গুজরাত

 

2. অসহযোগ আন্দোলন’এর সময় বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন ?

উত্তর :- চিত্তরঞ্জন দাশ

 

3. দিল্লি-লাহোর ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ?

উত্তর :- ১৯১২ সালে

 

4. ভারতের একমাত্র সক্রিয় হীরের দুঃখনি কোনটি ?

উত্তর :- পান্না, মধ্য প্রদেশ

 

5. ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি ?

উত্তর :- ইন্দিরা গান্ধী খাল

 

6. পশ্চিমবঙ্গের কোন জেলা পম উৎপাদনে প্রথম ?

উত্তর :- মুর্শিদাবাদ

 

7. কোন শহরকে ‘বিশ্বের কাজুর ‘রাজধানী’ বলা হয় ?

উত্তর :- কোনায়

 

8. জিওসিনক্রোনাস উপগ্রহগুলি। পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে ?

উত্তর :- পশ্চিম থেকে পূর্ব

 

9. ‘রাসলীলা’ ভারতের কোন রাজ্যের লোকনৃত্য ?

উত্তর :- উত্তর প্রদেশ

 

10. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কোন নামে পরিচিত ?

উত্তর :- তরাই

 

11. বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় ?

উত্তর :- ১৯৭১ সালের ২৬ মার্চ

 

12. নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মের ?

উত্তর :- হিন্দু

 

13. উপাস্তার, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তর :- উপেন্দ্র সিং রাওয়াত

WBPSC Food SI Previous Year Question Paper

 

14. এবছর ইউনেস্কো’র মর্যাদাপূর্ণ ‘মিশেল বাতিস পুরস্কার’ পেলেন কে ?

উত্তর :- জগদীশ এস.বাকান

 

15. বর্ডার সিকিউরিটি ফোর্স’এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তর :- নীতিন আগরওয়াল

 

16. মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবার সুবিধা দিতে, ভারতের ফোন রাজ্য সরকার ‘শক্তি’ প্রকল্প চালু করল ?

উত্তর :- কর্ণাটক

 

17. “বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয় ?

উত্তর :- ৮ জুন

 

18. কোন দেশ নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ উন্মোচন করল ?

উত্তর :- ইরান

 

19. গৃহহীন বয়স্ক মানুষদের আশ্রয় দিতে, ভারতের কোন রাজ্য সরকার করল ?

উত্তর :- উত্তর প্রদেশ

 

20. কোন দেশ ডিজিটাল জন্ম শংসাপত্র চালু করল ?

উত্তর :- ইরায়েল

 

21. পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তর :- রাজীব সিনা

WB Food Si Question Paper PDF

 

22. সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘বিপর্যয় এর নামকরণ করেছে কোন দেশ ?

উত্তর :- বাংলাদেশ

 

23. সম্প্রতি প্রয়াত গীতাঞ্জলি আইয়ার (৭১ বছর) কোন ভাষার প্রথম মহিলা সংবাদ পরিবেশিকা ছিলেন ?

উত্তর :- ইংরিজি

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!