রাজ্যে গ্রুপ-ডি পদে 12 হাজার কর্মী নিয়োগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে গ্রুপ-ডি পদে 12 হাজার কর্মী নিয়োগ

রাজ্যে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ 12 হাজার কর্মী নিয়োগ ঘোষণা করলেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর রাজ্যে প্রায় 12000 গ্রুপ-ডি কর্মী নিয়োগ হতে চলেছে ইতিমধ্যেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী জানান প্রচুর শূন্য কর্মী নিয়োগ চিন্তাভাবনা চলছে ধারণা করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে রাজ্যে সরকারি ওয়েবসাইটে বিষয়ের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। জেনে নাও কি বলল মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee has announced the recruitment of 12,000 Group-D employees in the state

এর আগে নবান্ন সূত্রে খবর মিছিল রাজ্য জুড়ে কয়েক হাজার গ্রুপটি কর্মী নিয়োগ করা হবে নব কুঠিতা ডিস্টার্ব কমিশনের মাধ্যমে নিয়োগ চলবে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিভিন্ন সরকারি পদে মিলিয়ে প্রায় 1 লক্ষ 25 হাজার শূন্য পদ কর্মী নিয়োগ করা হবে । এর মধ্যে প্রাথমিক 11 হাজার শিক্ষক ,উচ্চ প্রাথমিক 14500 শিক্ষক এরপর 9498 অঙ্গনারী কর্মী নিয়োগ করানো হবে। এছাড়াও স্কুল ও কলেজ ছাড়া বিশ্ববিদ্যালয় নিয়োগ কর্মসূচি শুরু করবে রাজ্যে 7 হাজার নার্স 2000 চিকিৎসক ও পুলিশ বিভিন্ন বোদে প্রায় 20 হাজার কর্মীকে নিয়োগ করানো হবে । এমনটি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে।

আবার পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য অগ্নিবীর এর জন্য নিয়োগ করানো হবে। আবার পশ্চিমবঙ্গের এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী চাকরির সম্পাদক ঘোষণা কিছুটা আশার আলো দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় । কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে নোটিফিকেশন । সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এই ওয়েবসাইটে ফলো করে রাখবেন এবং BanglaExam24.com সবার আগে আপডেট পেয়ে যাবেন ।

সবার আগে যেকোন চাকরির ক্ষেত্রে মাধ্যমিক কিম্বা উচ্চমাধ্যমিক পাশের সবার আগে = Banglaexam24.com

পেয়ে যাবেন খবর এই টেলিগ্রাম তাহলে দেরি কিসের কিসের এক্ষুনি জয়েন করুন = Join

পরীক্ষার জন্য প্রস্তুতি যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্রতিদিন আপডেট পেয়ে যাবেন = Click Here

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!