রাজ্য সরকারে ৬ হাজার ক্লার্ক পদে বিজ্ঞপ্তি বেরোলো জেনে নাও বিস্তারিত সম্পর্কে।

Spread the love

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্বীকৃতি বিত্তিতে জেলায় অফিসে ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের লোয়ার ডিভিশন ক্লাব প্রায় ছয় হাজার শুন্য পদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, জেলা অফিসে ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য ‘লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রায় ৬ হাজার শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। শেষ এই পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে। পি.এস.সি’র ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে যে ৬ হাজার ক্লার্ক নেওয়া হবে ও দরখাস্ত নেওয়া হবে নভেম্বর-ডিসেম্বরে

পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন ১৪ অক্টোবর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এই পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়ার কথা জানিয়েছে। কয়েকদিনের মধ্যেই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট বা, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনের যোগ্য। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে

হবে। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ২০টি কিংবা বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত ১০টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে ১-১-২০২৩ এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা (৪০% ও তার বেশি হলে) ৫ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা ‘জেনারেল কাস্টের প্রাণী হিসাবে আবেদন করতে পারবেন। বেসিক পে ২২,৭০০ টাকা। সেই সঙ্গে অন্যান্য ভাতা পাবেন। শুরুতে মোট মাইনে মাসে প্রায় ২৭,০০০ টাকা।

প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন’। ২০২৩ সালের ক্লার্কশিপ’ পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে। দু’টি ব্যাচে, দু’টি হাফে।এইসব কেন্দ্রে (ব্রাকেটে কোড নং দেওয়া হল) : উত্তর কলকাতা (০১), দক্ষিণ কলকাতা (০২), বারুইপুর (০৩), ডায়মন্ডহারবার (০৪), ব্যারাকপুর (০৫), বারাসাত (০৬), কৃষ্ণনগর (০৭), হাওড়া (০৮), চুঁচুড়া (০৯), বর্ধমান (১০), আসানসোল (১১), পুরুলিয়া (১২), মেদিনীপুর (১৩), তমলুক (১৪), ঝাড়গ্রাম (১৫), বাঁকুড়া (১৬), সিউড়ি (১৭), বহরমপুর (১৮), মালদা (১৯), বালুরঘাট (২০), রায়গঞ্জ (২১), জলপাইগুড়ি (২২), আলিপুরদুয়ার (২৩), কোচবিহার (২৪), শিলিগুড়ি (২৫), কালিম্পং (২৬), দার্জিলিং (২৭)। দার্জিলিং কেন্দ্রটি একমাত্র দার্জিলিং জেলার পার্বত্য আদিবাসী ও দার্জিলিং সদর, কার্শিয়াঙ আর কালিম্পং মহকুমার প্রার্থীদের।

লিখিত পরীক্ষা হবে দু’টি পার্টে। প্রথম পার্টে ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (ক) ইংরিজি – ৩০ নম্বর, (খ) জেনারেল স্টাডিজ – ৪০ নম্বর, (গ) অ্যারিথমেটিক – ৩০ নম্বর। সময় থাকবে দেড় ঘন্টা। পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি।

দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিস্টিড টাইপের। এইসব বিষয়ে (ক) ইংরিজি -৫০ নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা, প্রেমি লেখা, বাংলা থে মনকে ইংরিজিতে অনুবাদ করা। (খ) বাংলা/হিন্দি / নেপালী / উর্দু / সাপ্তাড়-৫০ নম্বর। সময় থাকবে ১ ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা, প্রেসি লেখা, ইংরিজি থেকে বাংলায় অনুবাদ করা।

প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ / পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নম্বর। কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিলী, ও.বি.সি. দের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে।

প্রথম পার্টের পরীক্ষায় ইংরিজি বিষয়ে থাকলে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সিনোনিম, অ্যান্টোনিম ও শব্দের সঠিক ব্যবহার। জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন সাম্প্রতিক না ও সমস্যা বিষয়ে প্রশ্ন থাকবে আর অ্যারিথমেটিকের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী। প্রশ্ন হবে বাংলা ও ইংরিজিতে দু’টি পার্টের পরীক্ষা একই দিনে হবে।

চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট ওয়ান, পার্ট-টু ও কম্পিউটার

টেস্টোা নম্বর ধরা হবে। ইন্টারভিউ নেই। এই প দিতে পারবেন। দার্জিলিং জেলা-সহ অন্যান্য যে কোনো জেলার দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অন্য কারোর সাহায্যে পরীক্ষা নিতে চাইলে শুধুমাত্র দক্ষিণ কলকাতা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। বিজ্ঞপ্তি নং : 13/2023.

দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে, এই ওয়েবসাইটে https:// 1 wpbsc.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে ২০ থেকে ৫০ কে.বি.র মধ্যে স্ক্যান করে নেবেন। ফটো ও সিগনেচার স্ক্যান করবেন ২০০ ডি.পি.আই তে।

প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে ‘One Time Registration’ এ ক্লিক করতে হবে। তখন একটি ফর্ম পাবেন। ওই ফর্মের সব কলাম ঠিকভাবে পূরণ করবেন। এবার ‘Register Button এ ক্লিক করলে পরের পেজে যেতে পারবেন। তখন যে তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছেন, সেগুলি পাবেন ও ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফর্ম একবারই ডাউনলোড করতে পারবেন। ফর্ম ডাউনলোড করার সময় ‘Back Button এ ক্লিক করলে ওই রেজিস্ট্রেশন ফর্মটি আবার মডিফাই করতে পারবেন। কিন্তু ‘Confirm Button এ ক্লিক করলে রেজিস্ট্রেশন আই.ডি. ও কি পাশওয়ার্ড পাবেন। এই আই.ডি. ও পাশওয়ার্ড প্রার্থীর নিজস্ব ই-

মেল আই.ডি. তৈও পাবেন। পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশলো কোনো পরীক্ষার জন্য অনলাইনে ‘One Time Registration করে থাকলে নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। কিন্তু দরখাস্তের ফর্ম পূরণ করতে হবে Log in করে।

যাঁরা প্রথমবার One Time Registration’ করে আই.ডি. ও পাশওয়ার্ড পেয়েছেন, তারা আই.ডি. ও পাশওয়ার্ড দিয়ে Log in’e গিয়ে ক্লিক করলে ৬টি ট্যাব পাবেন। সেখানে Important Information’ ও ‘Scheme and Syllabus এ গিয়ে বিস্তারিত তথ্য পাবেন। এবার I have read the above mentioned cautions ক্লিক করে ‘Next’ এ গিয়ে ক্লিক করলে ‘Personal a) Details পাবেন। তখন স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করে নেবেন। এরপর ‘Exam Specific পারেন। সেখানে ক্লিক করে পরীক্ষা কেন্দ্র, ভাষা ও ঐচ্ছিক ভাষা সিলেক্ট করতে হবে। এরপর Next Button ক্লিক করলে Declaration Tab’ পাকো। -ই তখন Submit করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ নির্দিষ্ট টাকা অনলাইনে বা অফলাইনে দিতে হবে। কবে পর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে তা ওয়েবসাইটে পাবেন।

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here                  

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!