পশ্চিমবঙ্গে মহিলা দের জন্য চাকরির সুযোগ পশ্চিমবঙ্গে আবারো আশা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আশা কর্মী পদে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আশা কর্মী পদে আবেদন করুন।
পশ্চিমবঙ্গের মহিলা প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য ও ব্লকে আশা কর্মী পদে নিয়োগ করানো হবে। কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত থাকবে কি কি ডকুমেন্টস লাগবে এই পেজে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব। যারা আমাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যেকোনো চাকরির খবর আপডেট পাওয়ার জন্য ও পেজ টি ফলো করে রাখবেন।
.
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বা ব্লকে আশা কর্মী পদে নিয়োগ করানো হবে ।
পদের নাম = আশা কর্মী
মোট শূন্যপদ = 604 টি রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = যে কোন বিদ্যালয় থেকে অন্তত মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলারা বিবাহিত , বিধবা , উনি গায়িত বিধবা বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন।
কারা কারা আবেদন করতে পারবেন = আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা এবং নিজের নিজের এলাকায় বাসিন্দা হতে হবে তবে এখানে আশা কর্মী পদে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি = আবেদ করতে হবে নিজের নিজের ব্লকে গিয়ে অফিসে জমা দিতে হবে । অফলাইনে আবেদন মাধ্যমে ।
—————————————————————————————————————–
পুরুলিয়া জেলায় আশা কর্মী পদে নিয়োগ
মোট শুন্যপদ = 69 টি
শিক্ষাগত যোগ্যতা = যে কোন বিদ্যালয় থেকে অন্তত মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ = 5 ই সেপ্টেম্বর 2022
কোচবিহার জেলায় আশা কর্মী পদে নিয়োগ
মোট শূন্যপদে রয়েছে = ৪৬ টি
শিক্ষাগত যোগ্যতা = যে কোন বিদ্যালয় থেকে অন্তত মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ = 12 সেপ্টেম্বর 2022
——————————————————————————————————
দার্জিলিং জেলায় আশা কর্মী পদে নিয়োগ
মোট শূন্যপদে রয়েছে = ১০০ টি
শিক্ষাগত যোগ্যতা লাগবে = মাধ্যমিক পাস
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ = 16 ই সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে জমা দিতে হবে নিজের নিজের ব্লকে ।
————————————————————————————————————
হাওড়া জেলায় আশা কর্মী পদে নিয়োগ
মোট শূন্যপদে রয়েছে = 151 টি
শিক্ষাগত যোগ্যতা লাগবে = মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন ।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ = 16 সেপ্টেম্বর ২০২২ তারিখে মধ্যে জমা দিতে হবে ।
——————————————————————————————————————-
কি কি ডকুমেন্টস লাগবে =
ক) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
খ) এলাকার বাসিন্দা হিসাবে ভোটের পরিচয়পত্র (EPIC) / রেশনকার্ড । বিবাহিত মহিলাদের জন্য যে কোন সরকারী নথী (ম্যারেজ সার্টিফিকেট/ভোটার কার্ড/ আধার কার্ড), বিবাহ বিচ্ছিন্নাদের জন্য আদালত কর্তৃক ডিক্রি, বিধবাদের জন্য স্বামীর ডেথ সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। কেবলমাত্র বিবাহিত মহিলাদের যদি কোন সরকারী নথী না থাকে তাহলে বিবাহের প্রমান হিসেবে নোটারী / ম্যাজিস্ট্রেটের সই সম্বলিত অ্যাফিডাফিট জমা দিতে হবে।
গ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র (তপশিলী জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে)।
ঘ) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশীট।
ঙ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য / প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমানপত্র (প্রযোজ্যহলে)।
চ) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ ফটো। শংসাপত্র গুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই (ক থেকে ঙ) উল্লেখিত প্রমাণপত্র গুলির আসল দেখাতে হবে।
.
.
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচের দেয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন লিংক অথবা অফিসিয়াল ওয়েবসাইটের চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ভালোভাবে নোটিশটা পড়ে নেবেন।
.
.
Official Notification =
পুরুলিয়া জেলায় আশা কর্মী পদে নিয়োগ = Download
কোচবিহার জেলায় আশা কর্মী পদে নিয়োগ = Download
দার্জিলিং জেলায় আশা কর্মী পদে নিয়োগ = Download
হাওড়া জেলায় আশা কর্মী পদে নিয়োগ = Download
Daliy Job Updatet = Click Here
.
👇👇