শিশু সুরক্ষা দপ্তর ক্লার্ক ও হাউস কিপার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে থাকলে আবেদন করতে পারবেন । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা , কতটি শূন্যপদ রয়েছে , কিভাবে নিয়োগ করানো হবে বিস্তারিত সম্পর্কে জেনে নেব।
.
পদের নাম = হাউস ফিদার
মোট শূন্যপদ রয়েছে = ?
শিক্ষাগত যোগ্যতা = যেকোনো শিক্ষক প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে তার সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে
বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 12100 টাকা
পদের নাম = হাউস কিপার
মোট শূন্যপদ = ?
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস থাকতে হবে, ও সংশ্লিষ্ট কাজের উপকারিতা
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে
বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 12000 টাকা
পদের নাম = ব্রাঞ্চ ক্লার্ক
মোট শূন্যপদ = ?
শিক্ষাগত যোগ্যতা = উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে
বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 13500 টাকা
পদের নাম = LDC
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস থাকতে হবে ও তার সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে
বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 13500 টাকা
পদের নাম = DCPU কাউন্সেলি
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্যাজুয়েট পাস থাকতে হবে ও তার সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে
বেতন = প্রার্থীদের প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 15 হাজার 500 টাকা
আবেদন পদ্ধতি = প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে
নিয়োগ = প্রার্থীদের নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা , কম্পিউটার টেস ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
আবেদন করার শেষ তারিখ = প্রার্থীদের আবেদন করতে হবে 21 শে আগস্ট 2022 এর মধ্যে
Official Notification = Download
Apply Now = Click Here
Daily Job Update = Click Here
সবার আগে চাকরি করে পেয়ে যান = Click Here