পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগ ।

পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগ । মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন ।

Spread the love

পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন

রাজ্যে আবারো গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ প্রকাশিত হয়েছে চুক্তিভিত্তিতে চারটি আলাদা আলাদা করে কর্মী নিয়োগ পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের নিজের নিজের এলাকায় মেয়ে আবেদন করতে পারবেন আমরা জেনে নেব আবেদন পদ্ধতি , কিভাবে নিয়োগ করানো হবে , কতটি শূন্যপদ রয়েছে বিস্তারিত জেনে নেব আমরা।

দের নাম = আশা কর্মী

মোট শূন্যপদ রয়েছে = 46 টি

বয়স হতে হবে = 30 থেকে 40 বছরের মধ্যে এবং SC/ST প্রার্থীদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন বয়স ধরানো হবে 26 আগস্ট 2022 তারিখ অনুযায়ী আপনাদেরকে বয়েস ধরানো হবে।

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা এবং তার সঙ্গে বিবাহিত বিধবা বা আইনে গত ভাবে বিচ্ছিন্ন মহিলাদের এখানে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি = আবেদন প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিচের দেওয়া রয়েছে Form ওখান থেকে ডাউনলোড করে আপনারা ফর্ম ফিলাপ করে অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসে জমা করবেন।

কি কি ডকুমেন্টস লাগবে =

ক) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।

খ) এলাকার বাসিন্দা হিসাবে ভোটের পরিচয়পত্র (EPIC) / রেশনকার্ড । বিবাহিত মহিলাদের জন্য যে কোন সরকারী নথী (ম্যারেজ সার্টিফিকেট/ভোটার কার্ড/ আধার কার্ড), বিবাহ বিচ্ছিন্নাদের জন্য আদালত কর্তৃক ডিক্রি, বিধবাদের জন্য স্বামীর ডেথ সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। কেবলমাত্র বিবাহিত মহিলাদের যদি কোন সরকারী নথী না থাকে তাহলে বিবাহের প্রমান হিসেবে নোটারী / ম্যাজিস্ট্রেটের সই সম্বলিত অ্যাফিডাফিট জমা দিতে হবে।

গ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র (তপশিলী জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে)।

ঘ) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশীট।

ঙ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য / প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমানপত্র (প্রযোজ্যহলে)।

চ) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ ফটো।

শংসাপত্র গুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই (ক থেকে ঙ) উল্লেখিত প্রমাণপত্র গুলির আসল দেখাতে হবে।

কোথায় কোথায় নিয়োগ করানো হবে = 👇👇

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা = 👇👇

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ = 12ই সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে আপনাকে আবেদন পত্র নিজের নিজের ব্লকে জমা দিতে হবে।

আরো বিশেষ বিবরণ জানতে হলে আশা কর্মীর নিচের দেয়া রয়েছে অফিসার ওয়েবসাইটের লিংক অথবা অফিসার নোটিফিকেশন চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ভালোভাবে নোটিশটা পড়ে নেবেন।

Official Notification = 👇👇

  1. Click Here
  2. Click Here
  3. Click Here
  4. Click Here

এছাড়াও আপনারা যদি আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন নিচে রয়েছে YouTube লিংক চাইলে আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করার জন্য।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!