Recruitment of Group-C staff in central government offices.

কেন্দ্রীয় সরকারের দপ্তরে গ্রুপ-সি কর্মী নিয়োগ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে

Spread the love

কেন্দ্রীয় সরকারের দপ্তরে গ্রুপ-সি কর্মী নিয়োগ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে ।

কেন্দ্রীয় সরকারের দপ্তরের জুনিয়ার এসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য সুখবর । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে ছেলেমেয়ে আবেদন করতে পারবেন জনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা , কতটি শূন্যপদ রয়েছে বিস্তারিত সম্পর্কে জেনে নেব।

.

পদের নাম = জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার কিপার

মোর শূন্যপদ রয়েছে = 70 টি

শিক্ষাগত যোগ্যতা =

বয়স = প্রার্থীদের বয়স হতে হবে মিনিমাম 18 থেকে 27 বছরের মধ্যে এবং সরকারের নিয়ম অনুযায়ী প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন ।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 25 হাজার 500 টাকা থেকে 81 হাজার 100 টাকা পর্যন্ত ।

আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে অবদান করতে হবে অনলাইনের মাধ্যমে নিচে দেওয়া রয়েছে এপ্লাই এর লিংক ওখানে আবেদন করতে পারবেন ( https://dpsdae.formflix.in ) ।

কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ =

আবেদন ফি = প্রার্থীদেরকে আবেদন ফি দিতে হবে 200 টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগবে না ।

নিয়োগ পদ্ধতি = প্রার্থীদের কে নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং ।

প্রার্থীদের কে লিখিত পরীক্ষা দেওয়ার পর লিস্ট দেওয়া হবে এবং ইন্টারভিউ এর মাধ্যমে রাতে বাছাই করানো হবে।

আরো বিশেষ বিপরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নটিফিকেশন এর লিংক ও অফিশিয়াল ওয়েবসাইটের লিংক ওখানে গিয়ে আপনারা আরও বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির খবর পেয়ে যাবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের = Click Here

.

Official Notification = Downloaded Now

Apply Link = Click Here

Daily চাকরির খবর = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!