রাজ্যে রুপশ্রী প্রকল্পের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই । প্রতিমাসে বেতন পেয়ে যাবেন 15000 টাকা ।
পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে আবারো রূপশ্রী প্রকল্প কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি ,কিভাবে আবেদন করবেন ,শিক্ষাগত যোগ্যতা আবেদন করার লাস্ট ডেট বিস্তারিত সম্পর্কে জেনে নেব ।
পদের নাম = অ্যাকাউন্টেন্ট
মোট শূন্যপদ রয়েছে = 3 টি ।
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত গ্যাজেশন পাস করে সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে তিন বছরের অবজ্ঞতা থাকতে হবে ।
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারের নিয়ম অনুযায়ী প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে। প্রার্থীদের বয়স ধরানো হবে তারিখ 01/01/2022 অনুযায়ী ।
বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 15 হাজার টাকা ।
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে। নিচে দেওয়া রয়েছে অ্যাপ্লাই অফসাইডের লিংক ওখানে গিয়ে সরাসরি অ্যাপেল লিংকে পৌঁছে যাবেন পৌঁছে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশনের লগইন করে সমস্ত ডকুমেন্টস কিংবা আপনার ইনফরমেশন পূরণ করতে হবে।
নিয়োগ পদ্ধতি = প্রার্থীদেরকে নিয়োগ করানো হবে কম্পিউটার টেস্ট , ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদেরকে নিয়োগ করানো হবে।
নিয়োগ = প্রার্থীদের দেরকে নিয়োগ করানো হবে পুরুলিয়া জেলায় ।
আবেদন শেষ তারিখ = 30শে ডিসেম্বর 2022
কিভাবে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন এবং কিভাবে পরীক্ষায় প্রশ্নপত্র আসবে তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো আপনারা এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় জানতে পারবেন।Website Link = Click Here / YouTube Link = Click Here ।

Official Notification = Download
Apply Website = Click Here
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে চাকরির খবর পেয়ে যান = Click Here