Sc St Obc Certificate Documents 2022

Sc St Obc Certificate Documents 2022 । Sc St Obc Certificate Documents List 2022

Spread the love

SC, ST এবং OBC ফর্ম জমা দেওয়ার নিয়মাবলী

ডকোমেন্ট গুলি লাগবে :-

1. ফর্ম পূরন করতে হবে এবং প্রার্থীর সহি থাকবে (নাবালক হলে পিতা/মাতার সহি থাকবে।

2. (দুই) কপি রঙ্গীন ছবি BDO সাহেবের Attested করে জমা দিতে হবে।

3. বরসের প্রমাণপত্রের ভোরন্স কপি।

4. প্রার্থীর রেশনকার্ড ও ভোটার কার্ড।

5. প্রার্থীর স্থায়ী বাসিন্দা হিসাবে পঞ্চায়েত প্রধানের নিকট হতে শংসাপত্র (Original)

6. প্রার্থীর পরিবারের আয়ের শংসাপত্র পঞ্চায়েত প্রধানের নিকট হতে নিতে হবে ও তাতে আয়ের উৎস উল্লিখিত করে (Original Copy) জমা দিতে হবে।

7. প্রার্থীর পিতা-মাতার রেশনকার্ড ও ভোটার কার্ড ( Xerox) ।

8. গ্রাম পঞ্চায়েতর প্রধানের প্যাডে বংশতালিকা ( Original )।

9. গ্রাম পঞ্চায়েতর প্রধানের প্যাডে রেসিডেন্ট ( Original ) ।

10. গ্রাম পঞ্চায়েতর প্রধানের প্যাডে ইনকাম সাটিফিকেট ( Original ) ।

11. বংশে কারো SC/ST/OBC সার্টিফিকেট থাকলে তার জেরক্স কপি ও রেশনকার্ড ও ভোটার

12 কার্ডের জরক্স কপি BDO/Jt. BDO দ্বারা Attested করে জমা দিতে হবে।

13. বংশে কারো SC/ST/OBC সার্টিফিকেট না থাকলে Affidavit অবশ্যই লাগবে।

14. 8জন গ্রামবাসীর ঘোষনাপত্র ও তাঁদের ভোটার কার্ডের জরক্স কপিতে নিচে প্রত্যেকের নাম সহি থাকতে হবে।

15. 2 জন সুপারিশকারীর ( নিজ আত্মীয় বা অন্য ব্যক্তি ) নির্দিষ্ট ফর্ম পূরন করতে হবে।

16. OBC-এর ক্ষেত্রে ফর্মের দ্বিতীয় অংশ অবশ্যই পূরন করতে হবে।

17. প্রত্যেক ক্ষেত্রে প্রতিবেদন দিতে হবে। অর্থাৎ SC, ST এবং OBC প্রত্যেক ক্ষেত্রে প্রতিবেদন দিতে হবে

18. প্রতিবেদন ফর্মটি পদাধিকারীর সামনে পূরন করতে হবে।

সবার আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির খবর পেয়ে যান = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!