সাব ইন্সপেক্টর ও হোম কনস্টেবল পদে করবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । উচ্চ মাধ্যমিক পাশে আবেদন
সাব ইন্সপেক্টর ও হাম কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । উচ্চ মাধ্যমিক পাশ থকলাই আবেদন করতে পারবেন । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে-মেয়ে সবাই । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা , কতটি শূন্যপদ রয়েছে , বেতন কত টাকা সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব ।
.
পদের নাম = অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর
মোট শূন্যপদ = 122 টি ।
শিক্ষাগত যোগ্যতা = যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থীরা উচ্চমাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন ।
বেতন = প্রার্থীরা প্রতিমাসে বেতন পেয়ে যাবেন 29 হাজার 200 টাকা থেকে 92 হাজার 300 টাকা পর্যন্ত ।
———————————————————————————————————-
পদের নাম = হোম কনস্টেবল
মোট শূন্যপদ = 418 টি ।
বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন ২৫ হাজার ৫০০ থেকে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন ।
শিক্ষাগত যোগ্যতা = প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে শিকাগত যোগ্যতা লাগবে অন্তত উচ্চমাধ্যমিক পাশ থেকে আবেদন করতে পারবেন ।
বয়স = প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 25 বছর ।
উচ্চতা ও ছাতি প্রার্থীদের লাগবে ছেলে মেয়েদের হিসাবে ধরা হবে ।

আবেদন পদ্ধতি = প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নিচে দেওয়া থাকবে লিঙ্ক অফিসিয়াল ওখানে ভিজিট করে আবেদন করতে পারবেন ।
আবেদন ফি = প্রার্থীদের আবেদন লাগবে 100 টাকা ও SC/ST মহিলাদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না ।
নিয়োগ পদ্ধতি = প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ও ইস্কিল টেস্ট এবং শিক্ষাগত যোগ্যতা নম্বর ভিত্তিতে নিয়োগ করানো হবে।
আবেদন শেষ তারিখ = 25 শে অক্টোবর 2022 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে ।
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসার নোটিফিকেশন লিংক ও বিশাল অক্সাইডের লেন বিস্তারিত ভিজিট করে জানতে পারবেন ।
আপনারা যদি এর আবেদন কিভাবে করবেন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি স্পেশাল ভাবে একটা ভিডিও বানিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করবেন
Official Notification = Download
Apply Link = = Click Here
Daily Job Update = Click Here
চাকরির খবর = Click Here