Spread the love

WB Primary TET New Syllabus 2022

প্রাইমারি টেট

প্রাইমারি স্কুলে চাকরির জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের 2022 সালের টিচার্স এলিজিবিলিটি টেস্ট’ বা ‘TET’ হবে 11 ডিসেম্বর, রবিবার। সারা রাজ্যে একই দিনে। 150 নম্বরের টেস্টে থাকবে এই 5 টি বিষয় :-

1 ) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন-30 নম্বর থাকবে ।

2 ) প্রথম ভাষা (যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা) – 30 নম্বর থাকবে ।

3 ) দ্বিতীয় ভাষা (ইংরিজি) – 30 নম্বর থাকবে ।

4 ) অঙ্ক – 30 নম্বর থাকবে ।

5 ) পরিবেশ বিজ্ঞান -30 নম্বর থাকবে।

সব মিলিয়ে মোট নম্বর থাকবে 150 ।

মোট প্রশ্ন থাকবে 150 টি , প্রতিটি প্রশ্নে মান থাকবে 1 নম্বর করে ।

প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, নতুন সিলেবাস অনুযায়ী তেমনই 150 টি প্রশ্নোত্তর তৈরি করেছেন “টেট’এর বিশেষজ্ঞ শিক্ষক অর্ধেন্দু মুখার্জী।

প্রাইমারি টেটে কি রকম প্রশ্ন আসবে মক টেস্ট আলোচনা করা হয়েছে = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!