WB Primary TET Question Paper 2022 । WB Primary TET Bengali Mock Test

Spread the love

WB Primary TET Mock Test With Question Paper 2022

1. এখানে যে বিশেষ জাতির কথা আছে-

a) মারাঠি

b) ওড়িয়া

c) বাঙালি

d) বিহারি।

Ansr = c) বাঙালি

2. বাঙালি জাতির-

a) কেবল দোষ আছে

b) কেবল গুণ আছে

c) দোষ, গুণ দুই-ই আছে

d) কোনোটিই নয়।

Ansar = c) দোষ, গুণ দুই-ই আছে

3. জাতি : ভাষা = বাঙালি : ?

a) সংস্কৃত ভাষা

b) ওড়িয়া ভাষা

c) আর্য ভাষা

d) বাংলা ভাষা।

Ansar = d) বাংলা ভাষা।

4. Idealism (আদর্শ-প্রীতি) প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতি বরণ ক নিয়েছে-

a) দুঃখ-কষ্ট

b) যন্ত্রণা-ক্লেশ

c) অত্যাচার

d) দোষ।

Ansar = b) যন্ত্রণা-ক্লেশ

5. একটি জাতির শ্রেষ্ঠত্বের নিদর্শন-

a) পরাণুকরণ

b) জ্ঞান-বিজ্ঞান চর্চা

c) আদর্শ প্রতিষ্ঠা

d) বাণিজ্য কর্মে সাফল্য।

Ansar = c) আদর্শ প্রতিষ্ঠা

6. ভদ্রসমাজ শব্দটি—

a) সন্ধিবদ্ধ পদ

b) সমাসবদ্ধ পদ

c) প্রত্যয় নিষ্পন্ন পদ

d) ধাতু নিষ্পন্ন পদ ।

Ansar = a) সন্ধিবদ্ধ পদ

7. ‘প্রাতরাশ’-এর সন্ধিবিচ্ছেদ হল –

a) প্রাতঃ + আশ

b) প্রাতঃ + রাশ

c) প্ৰাত + আশ

d) প্রাত+ রাশ।

Ansar = a) প্রাতঃ + আশ

8. রক্ত-এর পরিবর্তিত অর্থ-

a) খুন

b) রঞ্জিত

c) শোনিত

d) তরল পদার্থ বিশেষ।

Ansar = c) শোনিত

9. ‘বিস্ময়াপন্ন’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাস হবে-

a) বিস্ময় দ্বারা আপন্ন—সম্বন্ধ তৎপুরুষ

b) বিস্ময়ের পন্নকরণ তৎপুরুষ

c) বিস্ময় ও আপন্ন – দ্বন্দ্ব সমাস

d) বিস্ময়কে আপন্ন—কর্ম তৎপুরুষ সমস

Ansar = d) বিস্ময়কে আপন্ন—কর্ম তৎপুরুষ সমস

10. ‘পরশুরাম’ নামে পরিচিত—

(a) মানিক বন্দ্যোপাধ্যায়

b) রাজশেখর বসু

c) সতীনাথ ভাদুড়ী

d) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

Ansar = b) রাজশেখর বসু

11. যেটি সমার্থক নয়, সেটি চিহ্নিত করুন : রাত্রি-

a) সৌদামিনী

b) যামিনী

c) শবরী

d) রাত।

Ansar = a) সৌদামিনী


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!