GK Questions Paper 2022

WB Primary TET Question Paper 2022 । WB Primary TET Bengali Mock Test 2022

Spread the love

WB Primary TET GK Questions Paper 2022

1. ‘জলে জন্মায় যা = জলজ,’- যে সমাসের উদাহরণ—

ক) উপপদ তৎপুরুষ

খ) বহুব্রীহি

গ) সাধারণ ও কর্মধারয়

ঘ) দ্বিগু

উত্তর :- উপপদ তৎপুরুষ

2. ‘গাছপাকা’ সমাসবদ্ধ পদটি হল?

ক) সমার্থক দ্বন্দ্ব

খ) রূপক কর্মধারয়

গ) অধিকরণ তৎপুরুষ

ঘ) অপাদান তৎপুরুষ

উত্তর :- অধিকরণ তৎপুরুষ

3. ‘মুখচন্দ্র’—এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল –

ক) মুখ চন্দ্রের ন্যায়

খ) চন্দ্র মুখের ন্যায়

গ) যেমন মুখ তেমন চন্দ্ৰ

ঘ) মুখ চন্দ্র যাহার

উত্তর :- মুখ চন্দ্রের ন্যায়

4. “স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে যে-সৌধ,’—সমাসটি হল—

ক ) কর্মধারয়

খ) বহুব্রীহি

গ) দ্বন্দ্ব

ঘ) অব্যয়ীভাব

উত্তর :- কর্মধারয়

5. কোনটি নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ ?

ক) শাপমুক্ত

খ) আকাশপাতাল

গ) দেবালয়

ঘ) মনমাঝি

উত্তর :- দেবালয়

6. দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়

(ক) পূর্বপদ

(খ) পরপদ

(গ) উভয়পদ

(ঘ) সব ধরনের পদ

উত্তর :- পরপদ

7. দ্বন্দ্ব সমাসে দুটি পদের মাঝে থাকে ?

(ক) সংযোজক অব্যয়

(খ) আলংকারিক অব্যয়

(গ) আবেগসূচক অব্যয়

(ঘ) কোনোটিই নয়

উত্তর :- আলংকারিক অব্যয়

8. দুটি বিশেষ্য পদ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস হল

(ক) হেসেখেলে

(খ) কর্ণার্জুন

(গ) কাজবাজ

(ঘ) সাদাকালো

উত্তর :- কর্ণার্জুন

9. বিপরীতার্থক শব্দযোগে গঠিত একটি দ্বন্দ্ব সমাস

(ক) জলস্থল

(খ) ছাইভস্ম

(গ) জন্তুজানোয়ার

(ঘ) টাকাপয়সা

উত্তর :- জলস্থল

10. ‘হিতাহিত’-এই দ্বন্দ্ব সমাসটির ব্যাসবাক্য হল

(ক) হিত ও হিত

(খ) হিতা ও হিত

(গ) হিত ও অহিত

(ঘ) অহিত ও হিত

উত্তর :- হিত ও অহিত

11. মানবদেহের পৌষ্টিক তন্ত্রের নীচের কোন্ অংশগুলো যুক্ত ?

A) ফুসফুস, শ্বাসনালী

B) বৃক্ক ও গবিনী

C) হৃৎপিণ্ড, ধমনী

D) পাকস্থলী ও অন্ত

উত্তর :- পাকস্থলী ও অন্ত

12. নীচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ ?

A) বট, জারুল, শাল

B) বাইন, গরান, গেওয়া

C) শাল, সেগুন, ওক

D) আম, পেঁপে, শাল

উত্তর :- বাইন, গরান, গেওয়া

13. ধোঁয়াতে কোন্ কোন্ অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে ?

A) সোডিয়াম, পটাশিয়াম, আয়রন

B) সালফার, নাইট্রোজেন, কার্বন

C) অ্যালুমিনিয়াম, কপার, আয়রন

D) নিকেল, কোবাল্ট, মার্কারি

উত্তর :- সালফার, নাইট্রোজেন, কার্বন

14. নীচের কোন্ গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় ?

A) পলাশ, বট, সেগুন

B) আম, জাম, গরান

C) ওক, বার্চ, রডোডেনড্রন

D) গরান, বট, হেতাল

উত্তর :- ওক, বার্চ, রডোডেনড্রন

15. নীচের কোনগুলো বন্যপ্ৰাণী ?

A) ঘোড়া, ছাগল

B) ভেড়া, ঘোড়া

C) বাঘ, সাপ

D) ছাগল, গোরু

উত্তর :- বাঘ, সাপ

16. উল্লিখিত রোগগুলির মধ্যে কোনটির চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হল DOT ?

A) কলেরা

B) যক্ষ্মা

C) টাইফয়েড

D) হেপাটাইটিস

উত্তর :- যক্ষ্মা

17. নীচের কোটি চামড়া থেকে উৎপন্ন হয় না ?

A) লোম

(B) চুল

C) রক্ত

D) পালক

উত্তর :- রক্ত

18. আরাবারি যে জন্য বিখ্যাত তা হল

A) সৌধ সংরক্ষণ

B) যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা

C) একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ

D) বাঘ সংরক্ষণ

উত্তর :- যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা

19. সংরক্ষণ বাসক পাতার নির্যাস নীচের কোন্ ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয় ?

A) কলেরা

B) সর্দি ও কাশি

C) টিটেনাস

D) ম্যালেরিয়া

উত্তর :- সর্দি ও কাশি

13. পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হল—

A) ময়ুরাক্ষী

B) বিদ্যাধরী

c) দামোদর

D) তিস্তা

উত্তর :- বিদ্যাধরী

20. ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন—?

A) ভীমরাও রামজি আম্বেদকর

B) মৌলানা আবুল কালাম আজাদ

C) জওহরলাল নেহেরু

D) মোহনদাস করমচাঁদ গান্ধি

উত্তর :- মৌলানা আবুল কালাম আজাদ

21. গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায় ?

A) ছাতিম . বট

B) শণ, পাট

c) বেল, আম

D) ছাতিম, আম

উত্তর :- শণ, পাট

22. পরিবেশবিদ্যার শিক্ষিকা / শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রীদের শক্তির উৎস হিসেবে নীচের কোন্ খাদ্যগুলো খেতে বলবেন ?

A) শাকসবজি, গাজর, চা, জল

B) দুধ, আলু, ডিম, মাখন, ভাত

c) চা, জাম, শাকসবজি, জল

(D) বিট, হলুদ, চা, জল

উত্তর :- দুধ, আলু, ডিম, মাখন, ভাত

23. গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় ?

A) আম

B) সিঙ্কোনা

c) অর্জুন

D) তামাক

উত্তর :- অর্জুন

24. কোন্ প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ?

A) ব্ল্যাকবাক

B) ডোডো

C) অলিভ রিডলে টার্টল

D) লায়ন – টেলড্ ম্যাকাক

উত্তর :- ডোডো

25. শুঁয়োপোকা হল –

A) একটি পূর্ণাঙ্গ পতঙ্গ

B) পতঙ্গের লার্ভা দশা

C) একটি পরিণত স্তন্যপায়ী

D) একটি পরিণত পাখি

উত্তর :- পতঙ্গের লার্ভা দশা

26. নীচের কোন্ দূষকটি ভূমিক্ষয় ঘটায় ?

A) গাছের কাঁটা

B) গোবর

c) প্লাস্টিক

D) পুরোনো কাগজ

উত্তর :- প্লাস্টিক

27. ধূলিকণার গায়ে জলীয় বাষ্প জমে নীচের কোনটি তৈরি হয় ?

A) নক্ষত্র

B) গ্রহ

C) ছায়াপথ

(D) মেঘ

উত্তর :- মেঘ

28. দার্জিলিঙের জঙ্গলে নীচের কোন্ প্রাণীটি দেখা যায় ?

A) রেড পান্ডা

B) জেব্রা

C) বুনো গাধা

D) অলিভ রিড়লে টার্টল

উত্তর :- রেড পান্ডা

29. বায়ুদূষণের সঙ্গে নীচের কোন্ রোগগুলি সম্পর্কিত ?

A) ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড

B) টিটেনাস, আর্থাইটিস, ডায়াবেটিস

C) ডায়াবেটিস, হেপাটাইটিস, কুষ্ঠ

D) ব্রংকাইটিস, এমফাইসিমা, অ্যাজমা

উত্তর :- D) ব্রংকাইটিস, এমফাইসিমা, অ্যাজমা

30. সম্ভাবনার কথা কোন্ প্রাণীরা বুঝতে পারে ?

A) কুকুর

B) গোরু

C) পিঁপড়ে

D) মুরগি

উত্তর :- পিঁপড়ে

31. নীচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী ?

A) মেলানিন

B) ভিটামিন

C) আলট্রা ভায়োলেট

D) কার্বন ডাইঅক্সাইড

উত্তর :- আলট্রা ভায়োলেট

32. পরিবেশবিদ্যার শিক্ষিকা / শিক্ষক হিসেবে কলেরা রোগের চিকিৎসায় নীচের কোনটি ব্যবহার করার কথা আপনি জানেন ?

A) GPS

B) BRS

C) NRS

(D) ORS

উত্তর :- (D) ORS

সবার আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির খবর পেয়ে যান = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!