পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রাজ্যের পুলিশের ডাটা এন্ট্রির অপারেটর পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। রাজ্য পুলিশের টেলি কমিশন বিভাগের ডাটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা আবেদন করার শেষ তারিখ বিস্তারিত সম্পর্কে।
রাজ্যে পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ
পদের নাম = ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ রয়েছে = 5 টি
বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে এছাড়াও প্রার্থীদেরকে বয়স ধরানো হবে 1 অক্টোবর 2023 তারিখের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.A পাস থাকলেই আবেদন করতে পারবেন এছাড়াও সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।
বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 16 হাজার টাকা।
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া রয়েছে এপ্লাই ফ্রম এর লিংক ওখান থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টগুলি একসাথে স্ক্যান করে পিডিএফ (PDF) এর মাধ্যমে ইমেইল আইডিতে পাঠাতে হবে অথবা এপ্লিকেশন ফর্ম পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।
Self Attested Photocopies of Documents
a. Proof of Data of Birth
b. Aadhar Card/ PAN Card / EPIC
c. Testimonial of Educational Qualification.
d. Certificate of Computer knowledge/application.
e. Experience Certificate (If any)
ইমেল আইডি = [email protected].
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা = “The Director General of Police, Telecommunication(HQ), West Bengal, 3, Manik Bandopadhyay Sarani, Tollygunge, Kolkata, PIN – 700040.”
নিয়োগ পদ্ধতি = প্রার্থীদেরকে নিয়োগ করানো হবে চুক্তিভিত্ত মাধ্যমে এক বছরের জন্য। পরবর্তীতে অফিসের দ্বারা সময়সীমা বাড়াতে পারে।
আবেদন শেষ তারিখ = প্রার্থীদেরকে আবেদন করতে হবে 31শে আগস্ট 2023 তারিখের মধ্যে।
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।
কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here
কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here
যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here
Official Notification = Download
Apply Form = Click Here
টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here