WBPSC Recruitment 2022

WBPSC Recruitment 2022 l Latest Updatet Notification 2022

Spread the love

WBPSC তরফ থেকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। কোন কোন পদে কিভাবে নিয়োগ করা হবে , শিক্ষাগত যোগ্যতা কি লাগবে , আবেদন পদ্ধতি , কি কি ডকুমেন্টস লাগবে , আবেদন করার লাস্ট ডেট . বিস্তারিত জেনে নেব আমরা। পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকেই ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন এখানে।

পদের নাম রয়েছে = ডিস্ট্রিক্ট অফিসার

মোটশূন্য পথ রয়েছে = 6 টি

শিক্ষাগত যোগ্যতা লাগবে = যে কোন শাখায় স্নাতক ডিগ্রী অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে । তার সঙ্গে টেক্নান লিখেছি ইঞ্জিনিয়ার 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । তবে এখানে আপনারা ডিসটিক অফিসার নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ।

বয়স হতে হবে = প্রার্থীদের বয়স হতে হবে মিনিমাম 40 বছরের মধ্যে । সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

বেতন পাবেন = প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 67 হাজার 300 টাকা থেকে নিয়ে 1 লাখ 73 হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।

আবেদন ফি = আবেদন করার সময় লাগবে 210 টাকা

কিভাবে পেমেন্ট করবেন = পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড /ক্রেডিট কার্ড /নেট ব্যাঙ্কিং /ইপিআই এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে হবে ।

আবেদন পদ্ধতি = আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল অফসাইডে গিয়ে আবেদন করতে হবে এর লিংক দেওয়া থাকবে নিচে ডিসিশনে আপনারা ওখানে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে আবেদন করতে পারবেন ।

আবেদন করার লাস্ট ডেট = 29 শে সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে ।

আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচের দেয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন লিংক অথবা অফিসিয়াল ওয়েবসাইটের চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ভালোভাবে নোটিশটা পড়ে নেবেন।

Official Notification = Download

Online Apply Link = Click Here

Daily Update Job = Click Here

এছাড়াও আপনারা যদি আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন নিচে রয়েছে YouTube লিংক চাইলে আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করার জন্য।

New Job

👇👇👇


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!