ছাত্রছাত্রীদের জন্য সুখবর রাজ্য জেলায় স্কুলে শিক্ষক পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে সবাই । আমরা জেনে নেব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা কতগুলি শূন্যপদ রয়েছে বেতন কত টাকা বিস্তারিত সম্পর্কে।
পদের নাম = গ্যাস টিচার
যেসব বিষয় টিচার নিয়োগ করানো হবে = ফিজিস, ম্যাথামেটিক্স ও কম্পিউটার সাইন্স।
মোট শূন্যপদ রয়েছে = তিনটি
বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে মিনিমাম 40 বছরের মধ্যে।বয়স ধরানো হবে 30শে জুন 2023 তারিখের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রেজুয়েশন পাস করে সঙ্গে B.Ed ও কম্পিউটার সম্বন্ধ অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে ।
বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেয়া হবে 12 হাজার টাকা।
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে। নিচের দেয়া রয়েছে ইমেইল আইডি।
ডকুমেন্টস সঙ্গে দিতে হবে সঙ্গে ডকুমেন্টস দিতে হবে বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট বয়সের পত্র আধার কার্ড ভোটার কার্ড কম্পিউটার সার্টিফিকেট বিএড সার্টিফিকেট এসব ডকুমেন্টগুলি সঙ্গে দিতে হবে পিডিএফ এর মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি = প্রার্থীদেরকে নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে এবং এখানে নেওয়া হবে এক বছরের চুক্তিভিত্তিতে।
Email ID = [email protected]
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে 9 আগস্ট 2023 তারিখের মধ্যে।
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।
কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here
কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here
যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here
Official Notification = Download
Apply Link = Click Here
টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here