ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করলেন স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ 1500 থেকেও বেশি শূন্যপদ রয়েছে এখানে স্বাস্থ্য দপ্তরে । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আমরা জেনে নেব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা আবেদন করার শেষ তারিখ কতগুলি সুন্নাহ পদ্ধতি রয়েছে বিস্তারিত সম্পর্কে।
স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম = Community Health Officers (CHO)
মোট শূন্যপদ রয়েছে = 1500 টি
{SC-330, ST-90, OBC-(A) 150, OBC (B) -105, General – 780, person with Disabilities-45}
বয়স = প্রাতিদেরকে বয়স হতে হবে মিনিমাম 40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং পাস করে থাকতে হবে প্রার্থীদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এছাড়াও প্রার্থীদেরকে বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে।
বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা।
আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে সম্পন্ন অনলাইন এর মাধ্যমে। নিচে দেওয়া রয়েছে এপ্লাই নেই ওখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইডে পৌঁছে যাবেন।
আবেদন ফ্রি = প্রার্থীদেরকে আবেদন ফ্রি জমা করতে হবে 100 টাকা ও SC/ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন কি জমা করতে হবে 50 টাকা।
নিয়োগ পদ্ধতি = প্রার্থীদেরকে নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন শেষ তারিখ = আবেদন করতে হবে সম্পন্ন 20 আগস্ট 2023 তারিখের মধ্যে।
আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।
কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here
কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here
যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here
Official Notification = Download
Apply Link = Click Here
টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here