West Bengal Rural Health Centre Recruitment 2023

Spread the love

রাজ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

পশ্চিমবঙ্গের জন্য সুখবর রাজ্যে জেলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রীয় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে । উচ্চমাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন । যেকোনো ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে সবাই । আমরা জেনে নেবো আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা আবেদন করার শেষ তারিখ কতগুলি শূন্যপদ রয়েছে বিস্তারিত সম্পর্কে জেনে নেব।

রাজ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রিক কর্মী নিয়োগ

পদের নাম = Block Epidemiologist

মোট শূন্যপদ রয়েছে = দুটি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন ।

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমএসসি লাইফ সাইন্স বিষয় নিয়ে পাশ করে থাকতে হবে ।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 35 হাজার টাকা ।

পদের নাম = ব্লক পাবলিক হেলথ ম্যানেজার

মোট শূন্যপদ রয়েছে = দুটি

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি লাইফ সাইন্স সাবজেক্ট নিয়ে পোস্টগ্রেজুয়েট ডিগ্রী ডিপ্লোমা ইন ম্যানেজার এবং কম্পিউটার নলেজ এম এস ওয়ার্ড থাকতে হবে।

বয়স = প্রার্থীদেরকে বয়স ধরানো হবে 21 থেকে 40 বছরের মধ্যে ।

বেতন = প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 35 হাজার টাকা ।

পদের নাম = Laboratory Technician

মোট শূণ্যপদ রয়েছে = চারটি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি ডিপ্লোমা ইন মেডিকেল এ বিষয় নিয়ে পাস করে থাকতে হবে।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 22 হাজার টাকা ।

West Bengal Rural Health Centre Recruitment 2023

পদের নাম = Block Data ম্যানেজার

মোট শূন্যপদ রয়েছে = দুটি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা = যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রেজুয়েট পাস করে সঙ্গে কম্পিউটার এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। কম্পিউটার নলেজ থাকতে হবে MS ওয়ার্ড MS স্কেল MS পাওয়ার পয়েন্ট MS একসেস ইন্টারনেট।

পদের নাম = মেডিকেল অফিসার

মোট শূন্যপদ রয়েছে = 9 টি

বয়স = প্রাচীদেরকে বয়স হতে হবে মিনিমাম 67 বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী থাকতে হবে।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেয়া হবে 60 হাজার টাকা ।

পদের নাম = স্টাফ নার্স

মোট শূন্যপদ রয়েছে = 9 টি

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে মিনিমাম 40 বছরের মধ্যে ।

শিক্ষাগত = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM পশ্চিমবঙ্গের নার্সিং শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাশ করে থাকতে হবে এছাড়াও সঙ্গে জানতে হবে লেখতে পড়তে বাংলাতে নলেজ থাকতে হবে।

বেতন = প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 25 হাজার টাকা ।

West Bengal Rural Health Centre Recruitment

পদের নাম = Cha

মোট শূন্যপদ রয়েছে = 9 টি

শিক্ষাগত যোগ্যতা = যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের নার্সিং শিক্ষিত প্রতিষ্ঠান ANM/GNM থেকে পাস করে করলে আবেদন করতে পারবেন।

বয়স = প্রার্থীদেরকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে ।

বেতন = প্রার্থীরা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 13 হাজার টাকা ।

আবেদন পদ্ধতি = প্রার্থীদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে । নিচে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওখানে ক্লিক করলে সরাসরি অফ সাইডে পৌঁছে যাবেন পৌঁছে গেলে ওখানে আবেদন করতে পারবেন আপনারা খুবই সহজে।

আবেদন ফি = প্রার্থীদেরকে আবেদন ফি জমা করতে হবে পোস্ট অনুযায়ী প্রার্থীদেরকে আবেদ জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি = প্রার্থীদেরকে নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে ।

আবেদন শেষ তারিখ = প্রার্থীদেরকে আবেদন করতে হবে 27শে জুন 2023 তারিখের মধ্যে।

আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।

কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন তা নিয়ে এখানে মক টেস্ট তৈরি করানো হয়েছে যেকোন চাকরি ক্ষেত্রে এই মক টেস্ট গুলি কমন পেয়ে যাবেন = Click Here

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

মক টেস্ট করুন যেকোন চাকরি ক্ষেত্রে প্যাক টেস্ট = Click Here

Official Notification = Download

Apply Link = Click Here

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here

প্রতিদিন চাকরি খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের সবার আগে = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!