রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ 2023

Spread the love

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর রাজ্যে প্রকাশিত হতে চলেছে BSK এর মত ডিলার দোকান। কিভাবে আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কথায় ফর্ম পাওয়া যাবে আবেদন করার লাস্ট ডেট কত তা নিয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে।

ছাত্র-ছাত্রী দের চাকরি প্রার্থীর জন্য খুশির খবর৷ রাজ্যে জুড়ে রেশন দোকানেও বাংলা সহয়তা কেন্দ্রে নিয়োগ হতে চলেছে। খাদ্য দপ্তরে এবার বাংলা সহায়তা কেন্দ্র লোক কাজ করবে এবার। আগে যেভাবে এর বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হয়েছে সেভাবেই খাদ্য দপ্তরে বাংলা সহায়তা নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে প্রত্যেককেই আবেদন করতে পারবেন এখানে। বিস্তারিত জেনে নাও।

Bangla Sahayata Kendra Recruitment 2023

রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র ( BSK ) চালু করতে হতে চলেছে রাজ্যে খাদ্য দপ্তর।

রাজ্যে রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্রে চালু করার জন্য প্রস্তাবের ফাইল পাঠানো হয়েছে নবান্নে। রেশন দোকানে বিএসকে চালুর সুবিধার দিকগুলি (রাজ্য সরকার ও সাধারণ মানুষের) প্রস্তাবে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিএসকে মারফত রাজ্য সরকারের 40 টি দপ্তরের কাজের সুবিধা পায় অনলাইনে সাধারণ মানুষরা।

নতুন করে অন্তত 5-6  হাজার রেশন দোকানে BSK বিএসকে চালু করা যাবে। রাজ্যে জুড়ে বর্তমান 36 টি বিএসকের সবগুলিই সরকার নিজে চালায়। আবারো নতুন-কুরে পাঁচ ছয় হাজার রেশন দোকানে নিয়োগ করা হচ্ছে।

খাদ্য দপ্তরের প্রস্তাবে জানানো হয়েছে, বিএসকে গড়তে প্রয়োজনীয় পরিকাটামো এবং সেটি চালানোর জন্য মাসিক খরচ রেশন ডিলারকে বহন করতে হবে। কিন্তু ডিলাররা নির্দিষ্ট বাবদ টাকা পাবেন বলে জানান  সাধারণ মানুষ এই পরিষেবা নিবেন সম্পূর্ণ বিনামূল্যে দোকানে দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকার গোটা দেশে রেশন দোকানে কমন সার্ভিস সেন্টার (সিএসসি) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সিএসসি থেকে কেন্দ্রের বিভিন্ন পরিষেবা অনলাইনে পাওয়া যায়।, তবে সেখানে পরিষেবা পেতে নির্ধারিত ফি দিতে হয়। এই ব্যবস্থা চালু করার জন্য রাজ্যগুলিকে আগেই বলা হয় কিন্তু পশ্চিমবঙ্গসহ কিছু রাজ্যে এখনও এটি চালু হয়নি।

যেভাবে এর আগে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হু একইভাবে এইবারও খাদ্যদপ্তরে নিয়োগ করা হবে। যেখানে ছেলে ও মেয়ে প্র-ত্যককেই আবেদন করতে পারবেন।

রাজ্যজুড়ে  3600টি BSK সবগুলিই সরকার নিজে চালায় । প্রস্তাবটি অনুমোদিত হলে অন্তত 5-6 হাজার রেশন দোকানে BSK  চালু করা যাবে, ফলে 10-12  হাজার শুন্যপদে কর্মসংস্থান হবার সম্ভাবনা রয়েছে। যেখানে বেকার ছেলেমেয়েরা খুব সহজেই চাকরি পেতে পারেন। এখন দেখার বিষয়, আদৌ এই 85 চালু করার প্রস্তাবটি অনুমোদন পায় কিনা ?

খাদ্যদপ্তরের প্রস্তাবে বলা হয়েছে, পরিকাঠামো এবং সেটি চালানোর জন্য মাসিক খরচ রেশন ডিপ্রারকে বহন করতে হবে। তবে পরিষেবা প্রদান বাবদ নির্দিষ্ট হারে টাকা পাবেন ডিলাররা। কিন্তু দোকানে সাধারণ মানুষ এই পরিষেবা নেবেন সম্পূর্ণ বিনামূল্যে। উদ্যোগটি ডিলারদের পক্ষে কতটা লাভজনক হবে, তা নিয়ে সংশয় আছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের।

পরবর্তী আপডেট এলে অবশ্যই আমরা জানিয়ে দিব ততক্ষণ ওয়েবসাইটটি ফলো করে রাখবেন অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন।

আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।

Bangla Sahayata Kendra

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!