WB Madhyamik Result 2023 । WB 10th Class Result 2023

Spread the love

মাধ্যমিকের রেজাল্ট কিভাবে চেক করবেন

মাধ্যমিকের রেজাল্ট কিভাবে অনলাইনে চেক করবেন/কিভাবে দেখবেন রেজাল্ট । মাধ্যমিকে ফলাফল প্রকাশিত হতে চলেছে 19/05/2023 জীবনে প্রথম বড় পরীক্ষার রেজাল্ট ,স্বাভাবিকভাবেই চিন্তা করেছে পরীক্ষাথীরা । চাপ টেনশন রয়েছে অভিক ভাবকদের মাধ্যমে। অবশেষে আগামীকাল প্রকাশ হতে চলেছে সেই ফলাফল । বেলা দশটা থেকে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করানো হবে । সকাল ১০ টা থেকে অনলাইনে নিজের মোবাইল থেকেই বাড়িতে বসে রেজাল্ট চেক করতে পারবেন । কিভাবে চেক করবেন বিস্তারিত সম্পর্কে জেনে নেব ।

মাধ্যমিকের রেজাল্ট ফলাফল ২০২৩

প্রার্থীদেরকে সর্বপ্রথমে নেট ওপেন করতে হবে। নেট ওপেন করার পর একটা ব্রাউজার ওপেন করতে হবে ।সার্চবারে লিখতে হবে WBBSE.WB.GOV.IN সার্চ করার পর এরপরে মাধ্যমিকের রেজাল্ট Offsite দেখতে পাবেন। ওখানে ক্লিক করে এগিয়ে যাবেন। ক্লিক করার পর সেখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার ও জন্মতারিখ বসাবেন । বসার পর ওখানে তারপরে ক্যাপচার দিয়ে সাবমিট এ ক্লিক করে আপনার স্কিনে দেখতে পাবেন আপনার রেজাল্ট । স্কিনে দেখার পর তবে প্রিন্ট আউট এক কপি রেখে নেবেন এভাবে আপনারা মাধ্যমিকের রেজাল্ট সহজে মোবাইল থেকে দেখতে পাবেন।

Ruselt Link

  1. wbbse.wb.gov.in

2. wbresults.nic.in

চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সবার আগে = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!