Banaras Hindu University Job Recruitment 2024

Spread the love

আপনির জন্য আছে একটি সুখবর। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অবধি নতুন চাকরির সংবেদনশীল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে। মোট 258টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পত্রে প্রকাশিত আছে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়ার বিবরণ।

Banaras Hindu University Job Recruitment 2024

পদের নাম :-

  1. ইলেকট্রিক্যাল
  2. মেকানিক্যাল
  3. সিভিল ইঞ্জিনিয়ারিং
  4. এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং
  5. সিস্টেম ইঞ্জিনিয়ারিং
  6. জুনিয়র মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার
  7. ডেপুটি লাইব্রেরিয়ান
  8. অ্যাসিস্ট্যান্ট লাইবেরিয়ান
  9. চিফ নার্সিং অফিসার
  10. নার্সিং সুপারিনটেনন্ডেন্ট
  11. মেডিকেল অফিসার
  12. নার্সিং অফিসার

মোট শূন্যপদ রয়েছে :- 258 টি।

বয়স সীমা:- আবেদনকারীকে অবশ্যই বয়স 30 থেকে 50 বছরের মধ্যে হতে হবে এবং এই সীমা মধ্যেই আবেদন করতে হবে।

বেতন সীমা:- চাকরি হলে প্রতি মাসে বেতন ধার্য করা হবে, এবং বেতনের সীমা পদ অনুযায়ী পরিবর্তন হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা:- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। পূর্ণ বিবরণের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে ।

আবেদন করার শেষ তারিখ :- 22 জানুয়ারি এবং আবেদন করার পরে আবেদনকারীকে আবেদন পত্র ডাউনলোড করে সঠিক সময়ে আবেদনপত্রের সাথে যোগ করে 27 এবং 28 জানুয়ারিতে জমা দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।

আরো বিশেষ বিবরণ জানতে হলে নিচে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক ওখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ।

প্রতিদিন সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here

Official Notification = Download                      

Apply Link = Click Here

Telegram Group = Join Now


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!