Spread the love

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে পরীক্ষায় প্রশ্নপত্র আসবে কোথা থেকে আসবে ? কোন কোন সিলেবাস থাকবে ? কত নম্বরে কোশ্চেন থাকবে ? আপনারা যে কোন চাকরি পরিস্থিতি নিতে পারবেন এই খানে খুবই সহজে । কিভাবে প্রশ্নের উত্তর আসবে কিভাবে পরীক্ষার প্র্যাকটিস করবেন তা নিয়ে এখানে সমস্ত রকমের আপডেট করা হয়েছে। তাহলে দেরি কিসের চটপট করে প্র্যাকটিস করুন । যেকোন চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবং এই ওয়েবসাইটে যেকোনো প্রশ্নের ক্ষেত্রে বাছাই করা আপডেট করা হয়। এই ওয়েবসাইটে যেকোন চাকরির প্র্যাকটিস মক টেস্ট তৈরি করা হয় যেমন- Kolkata Polices , MTS, Data Entry Operator, SSC, West Bengal Polices,Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM ইত্যাদি প্রতিদিন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন মক টেস্ট যারা এখনো টেলিগ্রামে গ্রুপে জয়েন করেনি অতি শীঘ্রই জয়েন করে রাখবেন পরবর্তী যেকোনো মোটেস্ট আপলোড করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় এবং ওয়েবসাইট ফলো করে রাখবেন।

কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়?

A) প্রথম প্রজন্ম

B) দ্বিতীয় প্রজন্ম

C) তৃতীয় প্রজন্ম

D) চতুর্থ প্রজন্ম

উত্তর :- C) তৃতীয় প্রজন্ম

সি ল্যাঙ্গুয়েজের জনক কে?

A) ডেনিস রিচি

B) মাটিন সাউথ

C) রবাট টেলর

D) কোনোটিই নয়

উত্তর :- A) ডেনিস রিচি

কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?

A) 5 ডিসেম্বর

B) 6 ডিসেম্বর

C) 1 ডিসেম্বর

D) 2 ডিসেম্বর

উত্তর :- D) 2 ডিসেম্বর

ভারতের কোথায় প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?

A) কলকাতা

B) ব্যাঙ্গালোর

C) দিল্লি

D) মুম্বাই

উত্তর :- B) ব্যাঙ্গালোর

কম্পিউটারের জনক কাকে বলা হয়?

A) ড. ভর্তা মৌসুলি

B) জন ভন নিউম্যান

C) চার্লস ব্যাবেজ

D) কোনোটিই নয়

উত্তর :- C) চার্লস ব্যাবেজ

চার্লস ব্যাবেজ প্রাথমিক স্তরের ডিজিটাল কম্পিউটার কবে তৈরি করেন?

A) 1833

B) 1832

C) 1920

D) 1834

উত্তর :- A) 1833

কাকে কম্পিউটারের ব্রেন বলে?

A) মনিটর

B) কীবোর্ড

C) মাউস

D) CPU

উত্তর :- D) CPU

বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?

A) ভারত

B) যুক্তরাষ্ট্র

C) চীন

D) জাপান

উত্তর :- B) যুক্তরাষ্ট্র

কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে কি বলে?

A) RAM

B) ROM

C) CPU

D) LCD

উত্তর :- A) RAM

ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি?

A) আমেরিকা

B) ইউরোপ

C) এশিয়া

D) কোনোটিই নয়

উত্তর :- C) এশিয়া

মনিটরের কাজ কি?

A) যোগ ও বিয়োগ করতে

B) লেখা ও ছবি দেখানো

C) গাণিতিক সমাধান করা

D) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা

উত্তর :- B) লেখা ও ছবি দেখানো

WWW-র নিজস্ব প্রোটোকলের নাম কি?

A) HTTP

B) WAN

C) VDU

D) NONE

উত্তর :- A) HTTP

কম্পিউটারের ভাষায় 0 ও 1 অঙ্ক দুটিকে কি বলে?

A) বাইট

B) বিট

C) ড্রপার্স

D) কোনোটিই নয়

উত্তর :- B) বিট

ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কি?

A) PARAM

B) ENIAC

C) আ্যাবাকাস

D) WIPRO

উত্তর :- D) WIPRO

অন কম্পিউটারকে রিস্টার্ট করাকে কি বলে?

A) বার্ম বুটিং

B) কোল্ড বুটিং

C) শট ডাউন

D) লাঙ্গিগ অফ

উত্তর :- A) বার্ম বুটিং

ভারতে বিকশিত সুপার কম্পিউটার “পরম’-এর বিকাশ কোন সংস্থা করেছে?

A) C-DAC

B) IIT কানপুর

C) BARC

D) IIT Delhi

উত্তর :- A) C-DAC

Karmakshetra Paper Download PDF

Download

Karmakshetra Paper PDF Download

Download

Telegram Group = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!