GK General Questions With Answers in Bengali 2023

Spread the love

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে পরীক্ষায় প্রশ্নপত্র আসবে কোথা থেকে আসবে ? কোন কোন সিলেবাস থাকবে ? কত নম্বরে কোশ্চেন থাকবে ? আপনারা যেকোন চাকরি পরিস্থিতি নিতে পারবেন এই খানে খুবই সহজে । কিভাবে প্রশ্নের উত্তর আসবে কিভাবে পরীক্ষার প্র্যাকটিস করবেন তা নিয়ে এখানে সমস্ত রকমের আপডেট করা হয়েছে। তাহলে দেরি কিসের চটপট করে প্র্যাকটিস করুন । যেকোন চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবং এই ওয়েবসাইটে যেকোনো প্রশ্নের ক্ষেত্রে বাছাই করা আপডেট করা হয়। এই ওয়েবসাইটে যেকোন চাকরির প্র্যাকটিস মকটেস্ট তৈরি করা হয় যেমন- Kolkata Polices , MTS, Data Entry Operator, SSC, West Bengal Polices,Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM ইত্যাদি প্রতিদিন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন মক টেস্ট যারা এখনো টেলিগ্রামেগ্রুপে জয়েন করেনি অতি শীঘ্রই জয়েন করে রাখবেন পরবর্তী যেকোনো মোটেস্ট আপলোড করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় এবং ওয়েবসাইট ফলো করে রাখবেন।

GK General Questions Mock Test 2023

প্রঃ বায়ানিক্স কি ?

উঃ বিজ্ঞানের একটি শাখা। যার দ্বারা বিজ্ঞানীরা চেষ্টা করেছেন কি কি কারণে এবং কোন্ কোন্ ক্ষমতার বলে কিছু পশু পাখী মানুষের চাইতে এগিয়ে ।

প্রঃ সাইবারনেক্সি কি ?

উঃ বিজ্ঞানের আর একটি শাখা। এই শাখার দ্বারা মস্তিষ্ক সম্বন্ধে গবেষণা চলছে।

প্রঃ টেলিফোনে কি করে দূরের কথা শোনা যায় ?

উঃ বিদ্যুতের সাহায্যে।

প্রঃ খাদ্য লবণের রাসায়নিক নাম কি ?

উঃ সোডিয়াম ক্লোরাইড।

প্রঃ রেডিওতে কি করে বহু দূরের কথা শোনা যায় ?

উঃ মানুষের কথা ও শব্দকে বিদ্যুৎ-শক্তিতে রূপান্তরিত করে তা পাঠানো হয় দূর-দূরান্তরে। রেডিওর গ্রাহক যন্ত্রে সেই বিদ্যুৎ শব্দশক্তিতে রূপান্তরিত করে দূরে আবার পাঠানো হয় – এই ভাবেই আমরা রেডিওর কথা শুনতে পাই।

প্রঃ টেলিভিশনে কি করে দূরের ছবি দেখা যায় ?

উঃ যে কোন ছবিকে অর্থাৎ আলোককে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে তা পাঠানো হয়। টেলিভিশনের গ্রাহক যন্ত্র সেই বিদ্যুৎ ধরে আলোক শক্তিতে রূপান্তরিত করে আলোকে (ছবি) টি.ভি.-র পর্দায় প্রেরণ করে।

প্রঃ ফ্রিজের ভিতরটা কেন ঠাণ্ডা থাকে ?

উঃ ফ্রিজের ভিতরে এমন যন্ত্রাংশ আছে যার দ্বারা ভিতরের সমস্ত তাপকে অনেকাংশে হ্রাস করতে পারে যার দ্বারা ভিতরটা ঠাণ্ডা থাকে।

প্রঃ গন্ধক কোথায় বেশী পাওয়া যায় ?

উঃ ইটালীর সিসিল, আমেরিকা এবং আগ্নেয়গিরি অঞ্চলে।

প্রঃ ম্যাগনেসিয়াম কি দিয়ে তৈরি ?

উঃ ম্যাগনেসিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম দিয়ে

প্রঃ ওহম(ohm) কি?

উঃ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে বাধার সৃষ্টি হয় “ওহম” হচ্ছে তা পরিমাপ করবার একক। পরিবাহীর রোধ (Resistance) ওহম একককে মাপা হয়ে

প্রঃ অধিকাংশ মাছকে ডাঙ্গায় তুললে মরে যায় কেন ?

উঃ স্থলের বাতাসের অক্সিজেনকে আলাদা করতে না পারায় মাছ স্থলে মারা যায়।

প্রঃ শব্দ বায়ুর চেয়ে জল কতক্ষণ আগে যায় ?

উঃ প্রায় ৪ গুণ দ্রুত যায়। বেগ সেকেণ্ডে প্রায় ১০৮ ফুট বা ৩৩০ মিটার। পরিষ্কার জলে সেকেণ্ডে প্রায় ৪৭১৪ ফুট বা ১৪২০ মিটার এবং সমুদ্রে সেকেণ্ডে ৪৯৯০ ফুট বা ১৫০০ মিটার।

প্রঃ জলের স্ফুটনাঙ্ক কত ?

উঃ ১০০ ডিগ্রী সেন্টিগ্রেড।

প্রঃ কোন গ্রহের উপগ্রহ সংখ্যায় সর্বাধিক ?

উঃ বৃহস্পতির বড় ৪টি, ছোট ১০টি। মোট ১৪টি – শেষ গ্রহটি আবিষ্কার হয়েছে ১৯৭৫ সালে।

প্রঃ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কোন গ্রহের ২৪৮ বৎসর লাগে ?

উঃ প্লুটোর।

প্রঃ পৃথিবীকে প্রদক্ষিণরত প্রাকৃতিক উপগ্রহটির নাম কি ?

উঃ চাঁদ।

প্রঃ অ্যাস্ট্রোনমিতে স্পেক্টোগ্রাম কি ?

উঃ এর দ্বারা নক্ষত্রের আলোর বিভিন্ন রং দেখা যায়।

প্রঃ মহাকাশ থেকে পৃথিবীর রঙ কিরকম দেখায় ?

উঃ নীল ও সাদা।

প্রঃ পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কত ?

উঃ ১০৫টি।

প্রঃ কোন রাসায়নিক দ্রব্যের দ্বারা কৃত্রিম বৃষ্টি হয় ?

উঃ কার্বন-ডাই-অক্সাইড দ্বারা।

প্রঃ বিজ্ঞানের ভাষায় জাড্য কি ?

উঃ স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকা এবং গতিশীলের চিরকাল সমগতিতেও একই সরলরেখায় চলার ধর্মকে জাড্য ধর্ম বলে।

প্রঃ গাড়ীর চাকায় যে ভাল্ভ ব্যবহার হয় তার নাম কি?

উঃ শ্রোভর ভাল্ভ।

প্রঃ পালসার কি ?

উঃ আয়নোস্ফিয়ার – তড়িতাধন যুক্ত গ্যাসের একটি স্তর যা বায়ুমণ্ডলের উপরের দিকে অবস্থিত – ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বেতার তরঙ্গ প্রতিফলিত করে। যোগাযোগে এটা সুবিধাজনক হলেও বেতার জ্যোর্তিবিদ্যায় বাধাস্বরূপ।

প্রঃ আরেনসিক মেডিসিন কি ?

উঃ ডাক্তারী তথ্যের সাহায্যে আইনগত সঙ্কটের মোকাবিলা করা হয় যে বিজ্ঞানে –একে মেডিক্যাল জুরিসপ্রুডেন্সও বলা হয় ।

প্রঃ টীকা দান পদ্ধতি কে প্রথম চালু করেন ?

উঃ এডওয়ার্ড জেনর।

প্রঃ র‍্যাডার (Radar) কি?

উঃ সম্পূর্ণ কথাটা Radio Detiction and Ranging । শব্দের প্রতি ধ্বনী দূরত্ব মাপতে সাহায্য করে তাই র‍্যাডারে উচ্চকম্পাঙ্কের বেতার তরঙ্গ আকাশে ছাড়া হয়। এই তরঙ্গ কোন কিছুতে বাধা প্রাপ্ত হলে আলোক রশ্মির বেগেই ফিরে আসে এবং পর্দায় বাধার উৎস ফুটিয়ে তোলে। র‍্যাডার দূরাগত বিমান, জাহাজ প্রভৃতির অবস্থান জানিয়ে দেয় ।

প্রঃ ঔষধের মাইসিন শব্দটির অর্থ কি?

উঃ মাইসিন শব্দের ঔষধগুলি ফাঙ্গাস থেকে তৈরী হয় ।

প্রঃ ফসিল কি ?

উঃ জীবজন্তু গাছপালার মৃতদেহের ছাপ প্রাগৈতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপী মাটির অভ্যন্তরে থাকার ফলে পাথর বা কয়লার মধ্যে এগুলি দেখা যায় ।

প্রঃ লিথোলজি কি?

উঃ পাথর নিরীক্ষণ করার বিদ্যা।

প্রঃ কোন পতঙ্গ মানুষের পক্ষে সবচেয়ে বেশী ক্ষতিকারক? উঃ সাধারণতঃ ৬ পাযুক্ত মাছির। ৩০ রকমের জীবাণু বহনকারী।

প্রঃ হার্পেটোলজিষ্ট কারা ?

উঃ সরীসৃপ সম্পর্কীয় বিদ্যার ছাত্র ।

প্রঃ সাপের ঘ্রাণ গ্রহণের অঙ্গ কোনটি ?

উঃ সাপের জিভ দু-ভাগে বিভক্ত—তার দ্বারা ।

প্রঃ সেরিকালচার কি?

উঃ গুটি পোকার থেকে রেশম তৈরি করার পদ্ধতি ।

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!