Spread the love

জি পি বিড়লা স্কলারশিপ 2023

2023 সালে উচ্চমাধ্যমিক পাশ কিছু ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবে জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন। স্নাতক স্তরে সারেন্স বা আর্টস বা কমার্স বা ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন বা আর্কিটেকচার বা ল বা পেশাদারি বিষয় নিয়ে. পড়তে ইচ্ছুকরা আবেদন করতে পারেন।

G P BIRLA SCHOLARSHIP

শিক্ষাগত যোগ্যতা = উচ্চমাধ্যমিক পাশে ( ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের শুদু ) 85 শতাংশ এবং আই এস সি বা সি বি এস ই বোর্ডের ক্ষেত্রে 90 শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক পাশ।

প্রার্থীর বার্ষিক পারিবারিক আয় হতে হবে 3 লাখ টাকার নীচে।

GP Birla Scholarship দেওয়া হয় = প্রতি বছর 500,00 টাকা। শর্তসাপেক্ষে স্কলারশিপ

ছাত্রছাত্রীকে দেওয়া হবে সর্বাধিক 4 বছরের জন্য। এ ছাড়াও বইয়ের খরচ বাবদ এককালীন 7000 টাকা দেওয়া হবে।

প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ নেওয়া হবে অক্টোবরে।

আবেদন করতে পারেন অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই।

GP Birla Scholarship Apply Online 2023

অফলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনের ফর্ম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.gpbirlaedufoundation. com ডাউনলোড করে ঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টগুলি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর এক কপি ফটো সেঁটে দেবেন। প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা আবেদনপত্র ৩১ জুলাইয়ের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায় : G.P. Birla Educational Foundation, 78. Syed Amir Ali Avenue, Kolkata-700019.

অনলাইন আবেদন করতে পারেন উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 31 জুলাই। দরখাস্তের সময় প্রার্থীর ফটো (৩০ কেবি সাইজের মধ্যে), পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র (২ এম বি সাইজের মধ্যে), উচ্চমাধ্যমিকের মার্কশিট (২ এম বি সাইজের মধ্যে), প্রযোজ্য ক্ষেত্রে প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র (২ এম বি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ = 31 জুলাই 2023 মধ্যে

অনলাইনে আবেদন যথাযথভাবে পূরণ করে সাবমিট করুন। সাবমিট করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।

Apply Link = Click Here

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!