​Kolkata Police Constable Mock Test 2023 

Spread the love

Kolkata Police Preliminary Exam Preparation 2023 ( Sat-18)

যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার পরিস্থিতির জন্য আমরা আয়োজন করেছি মক টেস্ট এই মক টেস্ট প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি ক্ষেত্রে Mock Test যেমন– Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোন চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে পারেন ।

 

1. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে ?





উত্তর :- (D) 1913 সালে

 

2. কত বছরের নীচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ ?





উত্তর :- (C) 14 বছর

 

3. ঝুমুর গান’ কোন্‌ জেলার লোক উৎসব ?





উত্তর :- (B) পুরুলিয়া

 

4. ফিলিপাইন এর রাজধানী হল- ?





উত্তর :- (A) ম্যানিলা

 

5. মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন ?





উত্তর :- (D) বেলগাঁও অধিবেশন

 

6. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে গড়ে উঠেছে – ?





উত্তর :- (C) লোকোমোটিভ কারখানা

 

7. তিস্তার পূর্বের অংশ কী নামে পরিচিত ?





উত্তর :- (B) ডুয়ার্স অঞ্চল

 

8. কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?





উত্তর :- (D) 1920

 

9. ন্যাশনাল ডেভলপমেন্ট কাউল্সিল তৈরি হয় নিম্নের কোন সালে ?





উত্তর :- (C) 1952 সালে

​Kolkata Police Constable GK Mock Test 2023 

 

10. রৌরকেলা ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয় ?





উত্তর :- (A) জার্মানি

 

11. প্রাচীন মগধের রাজধানী ছিল- ?





উত্তর :- (B) রাজগৃহ

 

12. ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়____ এককে ।





উত্তর :- (B) ডবসন

 

13. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ?





উত্তর :- (B) পদ্মজা নাইডু

 

14. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?





উত্তর :- (C) শশাঙ্ক

 

15. নিয়নের কোন জেলাটি ভারতের ক্ষুদ্রতম জেলা





উত্তর :- (C) মাহে

 

16. জাতীয় স্টক এক্সচেঞ্জের মূলসূচকে বলা হয়- ?





উত্তর :- (B) নিফটি

Kolkata Police Gk Questions And Answers 2023

 

17. আধুনিক পর্যায় সারণিতে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি ?





উত্তর :- (C) হিলিয়াম

 

18. কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম-?





উত্তর :- (C) হলদি

 

19. সমুদ্রে জোয়ার-ভাটার কারণ হল- ?





উত্তর :- (D) উপরের সবগুলি সঠিক

 

20. বাহমনী সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল ?





উত্তর :- (B) দৌলতাবাদ

Kolkata Police GK Question Paper PDF

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

Telegram Group = Join


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!