Kolkata Police GK Question Mock Test 2023

Spread the love

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে পরীক্ষায় প্রশ্নপত্র আসবে কোথা থেকে আসবে ? কোন কোন সিলেবাস থাকবে ? কত নম্বরে কোশ্চেন থাকবে ? আপনারা যেকোন চাকরি পরিস্থিতি নিতে পারবেন এই খানে খুবই সহজে । কিভাবে প্রশ্নের উত্তর আসবে কিভাবে পরীক্ষার প্র্যাকটিস করবেন তা নিয়ে এখানে সমস্ত রকমের আপডেট করা হয়েছে। তাহলে দেরি কিসের চটপট করে প্র্যাকটিস করুন । যেকোন চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবং এই ওয়েবসাইটে যেকোনো প্রশ্নের ক্ষেত্রে বাছাই করা আপডেট করা হয়। এই ওয়েবসাইটে যেকোন চাকরির প্র্যাকটিস মকটেস্ট তৈরি করা হয় যেমন- Kolkata Polices , MTS, Data Entry Operator, SSC, West Bengal Polices,Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM ইত্যাদি প্রতিদিন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন মক টেস্ট যারা এখনো টেলিগ্রামেগ্রুপে জয়েন করেনি অতি শীঘ্রই জয়েন করে রাখবেন পরবর্তী যেকোনো মোটেস্ট আপলোড করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় এবং ওয়েবসাইট ফলো করে রাখবেন।

প্রঃ পাখীর ডিম পর্যবেক্ষণ করাকে বিজ্ঞানে কি বলে ?

উঃ উলজি (Oology)

প্রঃ কোন্‌ সব্জি লোহার পরিমাণ সর্বাধিক ?

উঃ স্পিনাকে-প্রতি ১০০ গ্রামে ২.২ মি. গ্রাম।

প্রঃ সাইফল কি ?

উঃ পাত্র না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্র তরল পদার্থ ঢালার জন্য বা তলানী যুক্ত তরল পদার্থ থেকে পরিষ্কার তরল স্থানান্তরিত করতে সাইফল ব্যবহার করা হয়।

প্রঃ উদ্ভিদ বিদ্যায় বেগুন আর টম্যাটোর মধ্যে পার্থক্য কি?

উঃ প্রকৃতপক্ষে দুটিই বেরী জাতীয় ফল।

প্রঃ সল্টপিটার কি?

উঃ নাইটার বা পটাশিয়াম নাইট্রেড (KNO3)

প্রঃ সবচেয়ে বিষাক্ত মৌলিক পদার্থ কোনটি?

উঃ প্লুটোনিয়াম।

প্রঃ আর্মাডিলো কি?

উঃ এক ধরনের ছোট স্তন্যপায়ী যার শরীরে চর্মের মতো একটি হাড়ের শক্ত আবরণ আছে।

প্রঃ কৃত্রিম উপায়ে মৎস্য প্রজননকে বিজ্ঞানে কিবলে?

উঃ পিস্কিকালচার।

প্রঃ m ভর বিশিষ্টি বস্তুকণা ব্যাসার্ধের বৃত্তপথে v দ্রুতি নিয়ে কি ভ্রমণ করলে তার অভিকেন্দ্র বল কি হবে?

উঃ অভিকেন্দ্র বল m xin = V = 4a nmt. 12

প্রঃ বস্তুকণার ত্বরণের সূত্র কি?

 উঃ বস্তুকণার ত্বরণ = x

প্রঃ হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মধ্যে পার্থক্য কি? ()

উঃ জীবদেহে যে সব রোগের লক্ষণ পাওয়া যায় তার বিপরীত যুক্ত লক্ষণ রোগের ঐ ওষুধের প্রয়োগ ক্রিয়াকে বলা হয় অ্যালোপ্যাথি। আর জীবদেহে যে ঔষধ কার্যকর হয় তাকে বলা হয় হোমিওপ্যাথি।

প্রঃ দুধ ও সরের মধ্যে কোনটা হাল্কা ?

উঃ দুধ।

প্রঃ কোলেস্টেরল কি?

উঃ প্রাণীদেহের স্নায়ুকোষ সঞ্চিত এক প্রকার জৈবপদার্থ, বা দেহের তৈল জাতীয় পদার্থের নিয়ন্ত্রণে এবং হর্মোন গঠনে সাহায্য করে।

প্রঃ মানুষের শ্বাস-প্রশ্বাসের সময় কোন গ্যাস অক্সিজেনের চেয়ে পরিমাণে বেশী থাকে?

উঃ নাইট্রোজেন।

প্রঃ হৃৎপিণ্ডকে স্থানান্তরিত প্রথম কে করেছিলেন? তাঁর নাম কি?

উঃ দক্ষিণ আফ্রিকার গ্রুটিস্কার হস্পিটালের অধ্যাপক ক্রিসটিয়ান এম. বার্ণড। যার হৃৎপিণ্ডে প্রথম কাজটি হয় তাঁর নাম লুই ওয়াশক্যানস্কির (৫৫ বছর)।

প্রঃ ভারতে সর্বপ্রথম “সোলার থার্মাল প্ল্যান্ট” কোথায় স্থাপিত হয়েছে?

উঃ পাঞ্জাবে।

প্রঃ ক্লোরোফর্ম এর আসল নাম কি? প্রথম কে অ্যানসথেসিয়া হিসাবে ব্যবহার করেন?

উঃ ট্রাইক্লোরোমিথেন। ১৮৭৪ সালে স্যার জেম্স সিমসন।

প্রঃ ঔষুধ নিয়ে পড়াশুনার বৈজ্ঞানিক নাম কি?

উঃ ফার্মাকোলজি।

প্রঃ ৭৩তম সায়েন্স কংগ্রেসের অধিবেশন কোথায় বসে ছিল?

উঃ নূতন দিল্লী।

প্ৰঃ যেসব গাছ-গাছালি জলে কিংবা ভিজে মাটিতে জন্মায় তাদের কি বলা হয় ?

উঃ হাইড্রোফাইটেস ।

প্রঃ মরুভূমিতে যেসব গাছ-গাছালি জন্মায় তাদের কি বলা হয় ?

উঃ জেরোফাইটেস।

প্রঃ মেয়েদের দাড়ি গোঁফ জন্মায় না কেন ?

উঃ বিশেষ এক ধরনের ‘সেক্স’ হরমোন নিঃসরণ হয় না বলে।

প্রঃ কোন্ কোন্ প্রাণীর রক্তের মধ্যে লৌহ নেই কিন্তু তামা আছে ?

উঃ কোন কোন সন্ধিপদ এবং কম্বোজ প্রাণীর।

প্রঃ মস্তিষ্ককে কটি ভাগে ভাগ করা হয়েছে ?

উঃ ৪টি অংশে। সেরিব্রাম, সেরিবেলাম পমস্, ভ্যালোরী, মেন্ডুলা অবল্যাংগ্যাটা।

প্রঃ কোন্ খনিজ পদার্থ ছাড়া গাছ বাঁচতে পারে না ?

উঃ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাসিয়াম ।

প্রঃ অক্সিন কি?

উঃ এক ধরনের উদ্ভিদ হরমোন। নাইট্রোজেন ঘটিত জৈবপদার্থ।

প্রঃ দুধ জাল দেওয়ার সময় ফুলে ওঠে কেন ?

উঃ দুধের মধ্যে সব সময়েই কিছু বায়ু দ্রবীভূত থাকে। উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই বায়ু প্রসারিত হয়ে দুধ উথলে ওঠে।

প্রঃ প্লাসটিক সার্জারী কি?

উঃ এক ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচার যার দ্বারা দেহের কোন অস্বাভাবিক বিকৃত অঙ্গকে স্বাভাবিক এবং সুগঠিত করা হয়। বিশেষ প্রক্রিয়ায় দেহের অপর কোন অংশের সুস্থ ও সজীব মাংসপেশী ও চামড়া কেটে নিয়ে সংযোজিত করা হয়।

প্রঃ অ্যাসকর্বিক অ্যাসিড কি?

উঃ ভিটামিন-সি নামক একটি খাদ্যপ্রান ।

প্রঃ ইলেকট্রোথেরাপি কি?

উঃ মানসিক রোগীদের জন্য বৈদ্যুতিক চিকিৎসা পদ্ধতি বিশেষ ।

প্রঃ পেট্রোলের আগুন জলে নেভে না কেন ?

উঃ পেট্রোলের আগুনের তাপ এতই বেশী হয় যে জল সঙ্গে সঙ্গেই বাষ্পীভূত হয়ে যায়, তাই জল ঢাললে পেট্রোলের আগুন নেভে না।

প্রঃ পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াসে প্রোটিন আছে কি?

উঃ পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াসে প্রোটিন আছে।

প্রঃ শব্দ কার মাধ্যমে দ্রুত চলে?

উঃ মাধ্যম যত স্থিতিস্থাপক হবে তার মধ্য দিয়ে শব্দ তত তাড়াতাড়ি যাবে।বাতাসের থেকে – তরলের তরলের থেকে কঠিনে শব্দ দ্রুত যায়।

প্রঃ শব্দের রেশ মস্তিষ্কে কতক্ষণ থাকে?

উঃ এক সেকেণ্ডের ১৩ ভাগের ১ ভাগ।

প্রঃ আলেয়া কি ?

উঃ জলাভূমির পাক থেকে ফফিন, মার্স প্রভৃতি গ্যাস উৎপন্ন হয়। বায়ুর ছোঁয়া লেগে এসব গ্যাসের আগুন জ্বলে ওঠে। একেই ‘আলেয়া’বলে।

প্রঃ ব্যাঙেরশ্বাসনালী নেই কেন ?

উঃ ব্যাঙের গ্রীবা না থাকার জন্য ।

প্রঃ সব চেয়ে হাল্কা গ্যাস কি ?

উঃ হাইড্রোজেন সব চেয়ে হালকা গ্যাস ।

প্রঃ সব চেয়ে ভারী ধাতু কি ?

উঃ বিস্মাথ ।

Kolkata Police GK Mock Test 2023

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!