WB KP Lady Constable 2023 GK Practice Mock Test

Spread the love

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে পরীক্ষায় প্রশ্নপত্র আসবে কোথা থেকে আসবে ? কোন কোন সিলেবাস থাকবে ? কত নম্বরে কোশ্চেন থাকবে ? আপনারা যেকোন চাকরি পরিস্থিতি নিতে পারবেন এই খানে খুবই সহজে । কিভাবে প্রশ্নের উত্তর আসবে কিভাবে পরীক্ষার প্র্যাকটিস করবেন তা নিয়ে এখানে সমস্ত রকমের আপডেট করা হয়েছে। তাহলে দেরি কিসের চটপট করে প্র্যাকটিস করুন । যেকোন চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবং এই ওয়েবসাইটে যেকোনো প্রশ্নের ক্ষেত্রে বাছাই করা আপডেট করা হয়। এই ওয়েবসাইটে যেকোন চাকরির প্র্যাকটিস মকটেস্ট তৈরি করা হয় যেমন- Kolkata Polices , MTS, Data Entry Operator, SSC, West Bengal Polices,Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM ইত্যাদি প্রতিদিন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন মক টেস্ট যারা এখনো টেলিগ্রামেগ্রুপে জয়েন করেনি অতি শীঘ্রই জয়েন করে রাখবেন পরবর্তী যেকোনো মোটেস্ট আপলোড করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় এবং ওয়েবসাইট ফলো করে রাখবেন।

Lady Constable Gk Practice Set 2023

প্রঃ দুটি উদ্ভিদের বাষ্পমোচনের হার কোন যন্ত্রের দ্বারা নির্ণয় করা যায় ?

উত্তর :- পোটোমিটার

প্রঃ বরফ গলে জল হলে আয়তনের কী পরিবর্তন হয় ?

উত্তর :- কমবে

প্রঃ কলমের আবিষ্কর্তা কে?

উত্তর :- ওয়াটারম্যান

প্রঃ ইস্পাতের কুরিবিন্দু কত ?

উত্তর :- ৭৭০°C

প্রঃ হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে?

উত্তর :- প্রোটন

প্রঃ 4°C উষ্ণতায় কোন সামগ্রী জলে ভাসছে। তাপমাত্রা ১০০° C হলে কী হবে ?

উত্তর :- সামগ্রীটির আরও বেশি অংশ জলে ডুবে যাবে।

প্রঃ পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান সরঞ্জাম কী ?

উত্তর :- রি-অ্যাক্টর

প্রঃ পৃথিবীর মহাকর্ষ সূত্রের প্রবক্তা কে?

উত্তর :- নিউটন

প্রঃ কোন্ ব্যক্তি খসখসে মেঝেতে যেভাবে দ্রুত হাঁটতে পারেন, সেভাবে বরফের ওপর দিয়ে দ্রুত হাঁটতে পারেন না কেন ?

উত্তর :- বরফ এবং ব্যক্তির পায়ের মধ্যস্থিত ঘর্ষণ বলের মান খসখসে মেঝেতে উৎপন্ন ঘর্ষণ বলের তুলনায় অনেক কম বলে ।

প্রঃ ২৫ কিলো ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ২ মিটার ওপরে ওঠাতে কত জুলের প্রয়োজন হবে ?

উত্তর :- ৫০ জুল।

প্রঃ শক্তি সংরক্ষণ বলতে কী বোঝায় ?

উত্তর :- শক্তির সৃষ্টি করা বা বিনাশ করা সম্ভব নয় ।

প্রঃ জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড়ো এককের নাম কী ?

উত্তর :- পারসেক

প্রঃ ওজনবাক্সে বাটখারাগুলির অনুপাত কী অনুপাতে থাকা সুবিধাজনক?

উত্তর :- ৫:২:২:১

প্রঃ পার্বত্য অঞ্চলে সূর্যালোক সত্ত্বেও তুষার গলে না কেন ?

উত্তর :- তুষারের গলনের লীনতাপ খুব বেশি ।

প্রঃ টিনের গলনাঙ্ক কত?

উত্তর :- ২৩২°C

প্রঃ সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?

উত্তর :- তাপশক্তিতে

প্রঃ ঝালাই করতে কী ধাতু ব্যবহৃত হয় ও তার গলনাঙ্ক কত?

উত্তর :- সংকর ধাতু, গলনাঙ্ক ১৮০°C

প্রঃ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত?

উত্তর :- ১০০ °C

প্রঃ C. G. S. পদ্ধতিতে ত্বরণের একক কী?

উত্তর :- সেমি/সেকেণ্ড 2

প্রঃ শীতকালে বায়ু শুষ্ক থাকায় বাষ্পায়নের হার কীরূপ হয় ?

উত্তর :- বেশি

প্রঃ সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে কী প্রমাণ করা যায় ?

উত্তর :- আলো ঋজুপথে গমন করে।

প্রঃ সরল পেরিস্কোপ সমতল দর্পণ দুটি কীভাবে থাকে?

উত্তর :- ৪৫° কোণে আটকানো থাকে ।

প্রঃ জেট প্লেন নিউটনের কোন্ গতিসূত্রানুযায়ী ক্রিয়া করে?

উত্তর :- তৃতীয়

প্রঃ রেডিও কার্বন তারিখ নির্ণয় পদ্ধতি ব্যবহৃত হয় কিসের বয়স নিরূপণের জন্য?

উত্তর :- জীবাশ্ম

প্রঃ একই উষ্ণতায় এবং সম আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু বর্তমান – সূত্রটি কার ?

উত্তর :- বিজ্ঞানী বাজিলিয়াস ।

প্রঃ আলোকশক্তি দ্রুত তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় কোন্ মৌলের ব্যবহারে?

উত্তর :- সেলেনিয়াম

প্রঃ ফ্যাঙ্কলিনের পরীক্ষা থেকে কী জানা যায় ?

উত্তর :- চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে।

প্রঃ B.O.T. কীসের একক?

উত্তর :- তড়িৎশক্তি খরচের একক।

প্রঃ Junction ট্রানজিস্টার কত ধরনের?

উত্তর :- তিন ধরনের।

প্রঃ সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই সূত্রটি কার?

উত্তর :- কেপলাসের সূত্র।

প্রঃ মরীচিকাকী কারণে উৎপন্ন হয় ?

উত্তর :- অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের জন্যে।

প্রঃ একজন মহাকাশচারীর কাছে বাইরের মহাশূন্য কেমন দেখায় ?

উত্তর :- কালো

প্রঃ উদিয়মান সূর্যকে লাল দেখায় কেন ?

উত্তর :- লাল আলোর বিক্ষেপ কম হওয়ায় আমাদের চোখে পৌঁছোয় বেশি পরিমাণে।

প্রঃ চায়ের কাপে বাইরের দিকে পালিশ করা থাকে। এর কারণ কী?

উত্তর :- চকচকে বস্তু ভালো প্রতিফলক; কিন্তু মন্দ বিকিরক।

প্রঃ কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটা যে ঊর্ধ্বচাপ অনুভব করে, তা কীসের উপর নির্ভর করে ?

উত্তর :- বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের ওপর

প্রঃ ফন (Phon) কীসের একক?

উত্তর :- শব্দের প্রাবল্যের একক

প্রঃ Optics কথাটির সঙ্গে কোন্ বিজ্ঞান জড়িত?

উত্তর :- আলোক

প্রঃ দেওয়ালে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকলে পেরেকটি উত্তপ্ত হয়, এর কারণ কী?

উত্তর :- হাতুড়ির গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় ।

প্রঃ আদর্শ গ্যাস কাকে বলে ?

উত্তর :- যে গ্যাস PV=RT সমীকরণটি মেনে চলে।

প্রঃ কোনো বস্তুর ওপর অসম বল ক্রিয়া করলে কী হবে?

উত্তর :- বস্তুর গতিবেগ পরিবর্তিত হবে।

প্রঃ ‘ভ্যাকুয়াম ডায়োড’কোন্ নীতি অনুসারে কাজ করে ?

উত্তর :- ওহম-এর সূত্র ।

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!