Kolkata Police Preliminary Exam Preparation 2023

Spread the love

যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার পরিস্থিতির জন্য আমরা আয়োজন করেছি মক টেস্ট এই মক টেস্ট প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি ক্ষেত্রে Mock Test যেমন- Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোন চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে পারেন ।

 

1. সুন্দরী গাছের শ্বাসমূলে কোন চলন দেখা যায় ?

উত্তর :- প্রতিকূল জিওট্রপিক

 

2. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি ?

উত্তর :- লঘুমস্তিষ্ক

 

3. মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের ওপর নির্ভর করে ?

উত্তর :- ওয়াই ক্রোমোজোম

 

4. পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে প্রথম মিথেন তৈরি করেন ?

উত্তর :- পিয়েরে ইউজিন মার্সেলিন বালেট

 

5. কোন আকরিক নিয়ে মাদাম কুরি প্রথম তেজস্ক্রিয়তা সম্পর্কিত গবেষণা শুরু করেন ?

উত্তর :- পিচব্রেন্ড

 

6. একটি তেজস্ক্রিয় পদার্থকে বায়ুশূন্য পাত্রে রাখা হল। ওই পদার্থটির প্রতি সেকেন্ডে বিভাজন হার ?

উত্তর :- অপরিবর্তিত থাকবে

 

7. সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হस ?

উত্তর :- অবতল

 

8. দিনের আকাশকে নীল দেখায় কেন ?

উত্তর :- আলোর বিক্ষেপণ

 

9. ‘ডালটন’ কোন ভৌতরাশির একক ?

উত্তর :- ভর

 

10. ‘ভিটামিন-ডি’এর রাসায়নিক নাম ?

উত্তর :- ক্যালসিফেরল

 

11. ‘সেলুকাস কন্যা হেলেনের সঙ্গে কোন ভারতীয় রাজার বিবাহ হয় ?

উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য

 

12. ‘ কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয় ?

উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য

 

13. গুপ্ত রাজারা কোন দেবতার উপাসক ছিলেন ?

উত্তর :- বিষ্ণু

 

14. কোন গুপ্ত রাজার মুদ্রাতে গরুড়ের প্রতিকৃতি স্থান পেয়েছিল ?

উত্তর :- বিতীয় চন্দ্রগুপ্ত

 

15. কোন মোগল সম্রাটের রাজত্বকালে ইতালীয় পর্যটক নিকোলাও মানুচি ভারতে আসেন ?

উত্তর :- ঔরঙ্গজেব

 

16. আগ্রার অন্ধপক্ষী’ কাকে বলা হত ?

উত্তর :- সুরদাস

 

17. দক্ষিণ ভারতীয় নেতা পট্টি শ্রীরামুলু কোন ভাষার স্বপক্ষে আন্দোলন করেন ?

উত্তর :- তেলুগু

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!