SSC MTS And Havaldar Question Paper 2023

Spread the love

Kolkata Police Preliminary Exam Preparation 2023 ( Sat-18)

যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার পরিস্থিতির জন্য আমরা আয়োজন করেছি মক টেস্ট এই মক টেস্ট প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি ক্ষেত্রে Mock Test যেমন- Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোন চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে পারেন ।

 

1. প্রাচীন তাম্ত্রলিপ্ত বন্দর কোন্‌ নদীর তীরে অবস্থিত ?





উত্তর :- (D) রূপনারায়ণ নদী

 

2. পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?





উত্তর :- (B) কলকাতা

 

3. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শূঙগ কোনটি ?





উত্তর :- (D) কাঞ্চনজঙ্ঘা

 

4. সুলতানি যুগের ইতিহাসে কে পাগলা রাজা নামে পরিচিত ছিলেন ?





উত্তর :- (D) মুহাম্মদ বিন তুঘলক

 

5. কত থ্রিস্টাব্দে হর্ষাব্দের সূচনা হয় ?





উত্তর :- (B) 606 খ্রিস্টাব্দ

SSC MTS Havaldar Question Paper 2023

 

6. এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?





উত্তর :- (C) তামিলনাড়ু

 

7. কোন দেশের সুপ্রীমকোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতা নেই ?





উত্তর :- (B) ব্রিটেন

 

8. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল- ?





উত্তর :- (B) হুগলি নদীতে জলের জোগান বৃদ্ধি

 

9. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?





উত্তর :- (B) পুরু

 

10. কত সালে দিল্লীতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় বা ফেডারেল কোর্ট গঠিত হয় ?





উত্তর :- (C) ১৯৩৭ সাল

 

11. সাম্রাজ্যবাদ কা নাশ হো’ উক্তিটি কার ছিল ?





উত্তর :- (B) ভগত সিং

 

12. পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ উতপাদনের প্রধান উৎস হল ?





উত্তর :- (A) কয়লা

 

13. সংবিধানের কত নং ধারায় অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ?





উত্তর :- (D) ৭৫ নং ধারা

 

14. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ?





উত্তর :- (B) গুরুদাস বন্দ্যোপাধ্যায়

SSC Havaldar Question Paper 2023

 

15. ভারতের সবথেকে জনবহুল শহর কোনটি ?





উত্তর :- (A) দিল্লী

 

16. খালসা প্রথা কে শুরু করেছিলেন ?





উত্তর :- (C) গুরু গোবিন্দ সিংহ

 

17. আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান কোনটি ?





উত্তর :- (A) লিখিয়াম

 

18. কত সালে গভর্নর জেনারেল উপাধি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয় ?





উত্তর :- (B) ১৮৫৮ খ্রীঃ

 

19. প্রথমবার সংবিধান সংশোধন করা হয় ?





উত্তর :- (C) ১৯৫১ সালে

 

20. মহাবীর কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন ?





উত্তর :- (C) ৪৩ বছর

SSC MTS Previous Year Paper Download PDF

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

মক টেস্ট করুন যেকোন চাকরি ক্ষেত্রে প্যাক টেস্ট = Click Here

Telegram Group = Join


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!