Spread the love

Wbpsc Food Si Question Paper Mock Test 2023 ( Sat-14)

যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার পরিস্থিতির জন্য আমরা আয়োজন করেছি মক টেস্ট এই মক টেস্ট প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি ক্ষেত্রে যেমন- Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোন চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে পারেন ।

 

1. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?





উত্তর :- (C) 6 বছর

 

2. সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন ?





উত্তর :- (D) লর্ড কর্নওয়ালিস

 

3. নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি ?





উত্তর :- (D) তাপ্তি

 

4. কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি হয় ?





উত্তর :- (C) সলবাইয়ের সন্ধি

 

5. মানুষের কি ধরনের পরিপাক দেখতে পাওয়া যায় ?





উত্তর :- (B) বহিঃকোশীয়

 

6. অলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়েছে ?





উত্তর :- (B) দেবপ্রয়াগ

 

7. সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন ?





উত্তর :- (C) ১৭ বার

Wbpsc Food Si Question Paper Mock Test 2023

 

8. বৈদ্যুতিক বান্দ্বের ফিলামেন্ট টাংস্টেন-এ কি আছে ?





উত্তর :- (A) উচ্চ রোধ ও গলনাঙ্ক

 

9. রাওলাট আইন পাশ হয় – ?





উত্তর :- (B) 1919 খ্রি.

 

10. আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?





উত্তর :- (C) সিকান্দার শাহ

 

11. জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে ?





উত্তর :- (C) বছরে 100 দিন

 

12. কিন্তু শাসিত অঞ্চলের প্রশাসক কে বলা হয় ?





উত্তর :- (D) লেফটেন্যান্ট গভর্নর

 

13. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কি মৃত্তিকা ?





উত্তর :- (A) পলি মৃত্তিকা

 

14. হরিভদ্র কার সভার একজন লেখক ছিলেন ?





উত্তর :- (D) ধর্মপাল

 

15. স্পর্শ পদ্ধতিতে যে আ্যাসিড প্রস্তুত করা হয়_ ?





উত্তর :- (B) সালফিউরিক আ্যাসিড

WBPSC Sub Inspector of School Previous Question Paper 

 

16. কে সম্প্রতি কেন্দ্রীয় ভিজিল্যালস কমিশনার হিসেবে শপথ নিলেন ?





উত্তর :- (B) প্রবীণ কুমার শ্রীবাস্তব

 

17. সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত হল ?





উত্তর :- (D) 4:1:1

 

18. প্রথম কোন্‌ মহিলা সাহিত্য অকাদেমি পুরস্কার পান ?





উত্তর :- (C) অমৃতা প্রীতম

 

19. কে সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ?





উত্তর :- (C) সিদ্দারামাইয়া

 

20. ভিন্ন পারমাণবিক সংখ্যাবিশিষ্ট কিন্ত একই ভরসংখ্যা বিশিষ্ট পরমানুগুলি পরস্পরের ?





উত্তর :- (B) আইসোবার

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

মক টেস্ট করুন যেকোন চাকরি ক্ষেত্রে প্যাক টেস্ট = Click Here

Telegram Group = Join


Spread the love

Related Posts

error: Content is protected !!