WBPSC Food SI Previous Year GK Question Papers 

Spread the love

Wbpsc Food Si Question Paper Mock Test 2023 ( Sat-9)

যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার পরিস্থিতির জন্য আমরা আয়োজন করেছি মক টেস্ট এই মক টেস্ট প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি ক্ষেত্রে যেমন- Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোন চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে পারেন ।

 

1. ‘ফটোট্রপিক চলন কীসের মাধ্যমে, নিয়ন্ত্রিত হয় ?

উত্তর :- আলোর গতিপথ

 

2. কোন বিজ্ঞানীর গবেষণা থেকে পরমাণুর মধ্যে বিভিন্ন ইলেক্ট্রনের কক্ষপথগুলির বিষয় সম্বন্ধে ধারণা পাওয়া যায় ?

উত্তর :- নীলস বোর

 

3. কোন অ্যাসিড লোহাকে নিষ্ক্রিয় করে দেয় অ্যাসিড ?

উত্তর :- ধূমায়মান নাইট্রিক

 

4. কোন রয়াসনবিদ প্রথম তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে ধাতু নিষ্কাশন শুরু করেন ?

উত্তর :- ইংরেজ রয়াসনবিদ হামফ্রে ডেভি

 

5. কোন জাতীয় খাদ্যকে ‘প্রোটিন বাঁচোয়া খাদ্য’ বলে জাতীয় খাদ্যকে ?

উত্তর :- শ্বেতসার

 

6. জীবনকোশে কোন যৌগের মধ্যে শক্তি জমা থাকে ?

উত্তর :- অ্যাডিনোসিন ট্রাই ফসফেট

WBPSC Food SI Previous Year GK Question Papers

 

7. বনস্পতি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?

উত্তর :- হাইড্রোজেন

 

8. মোনিয়া গ্যাস কোন অ্যাসিডের সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় ?

উত্তর :- হাইড্রোক্লোরিক অ্যাসিড

 

9. জলধর সেন ও দীনেন্দ্রকুমার রায়, “কোন পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ?

উত্তর :- বসুমতী

 

10. ১৭৬৪ সালে ‘বক্সারের যুদ্ধ’এ ইংরেজদের প্রতিপক্ষ ছিলেন কারা ?

উত্তর :- শাহ আলম ও নবাব সুজাউদ্দৌল্লা

 

11. কোন মোগল সম্রাট নবম গুরু ভেগবাহাদুরকে হত্যা করেন ?

উত্তর :- ঔরঙ্গজেব

 

12. ইলোরার কৈলাসনাথ মন্দির কোন. বংশীয় রাজাদের কীর্তি ?

উত্তর :- রাষ্ট্রকুট

 

13. ভারতে ইংরিজি শিক্ষা কার আমলে চালু হয় ?

উত্তর :- লর্ড বেন্টিঙ্ক

GK Question Paper Mock Test 2023

 

14. কত সালে সূর্য সেনের ফাঁসি হয় ?

উত্তর :- ১৯৩৪

 

15. মারাঠা জাতির ইতিহাস’ কার রচনা ?

উত্তর :- গ্রান্ট ডাফ

 

16. মহেঞ্জোদারোতে শীলমোহরের ওপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে, তা কীসের মূর্তি, ?

উত্তর :- শিবের আদি মূর্তি

 

17. নীল কমিশন’ কত সালে গঠন করা হয় ?

উত্তর :- ১৮৬০

 

18. কোন ভাইসরয়ের আমলে ‘সিমলা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর :- লর্ড :- ওয়েভেল

 

19. পচা মৃত্তিকা ভারতের কোন রাজ্যে দেখা যায় ?

উত্তর :- কেরল

 

20. ভারতের কোন রাজ্যে পলিমাটি সবথেকে কম দেখা যায় ?

উত্তর :- মধ্য প্রদেশ

 

21. ‘মন্দাকিনী নদীর উৎসস্থল কোথায় কেদারনাথের কাছে ঘোড়াবাড়ি ?

উত্তর :- হিমবাহ

 

22. ভারতে কোন ধরণের খামার চা- হয় ?

উত্তর :- নিবিড় পদ্ধতির

SSC MTS GK Question Paper PDF 2023

 

23. কীসের প্রভাবে কাশ্মীরে শীতকালে বৃষ্টিপাত হয় ?

উত্তর :- পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে

 

24. কোন দেশকে ‘প্রাচ্যের ব্রিটেন’ বলে ?

উত্তর :- জাপান

 

25. ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তৈল পাওয়া যায় ?

উত্তর :- উত্তর-পূর্ব অসমে

 

26. কোন খাল কৃষ্ণা ও কাবেরী নদীকে যুক্ত করেছে ?

উত্তর :- বাকিংহাম খাল

 

27. কৃষ্ণরাজসাগর জলাধার ভারতের কোন রাজ্যে আছে ?

উত্তর :- কর্ণাটক

 

28. ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয় ?

উত্তর :- উত্তর প্রদেশ

 

29. ২০২৩ সালের এপ্রিলে জিএসটি সংগ্রহের পরিমাণ মোট কত টাকা ?

উত্তর :- ১.৮৭ লাখ কোটি টাকা

 

30. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর তথ্য অনুসারে, টানা তৃতীয় বছরের জন্য সবথেকে বেশি বাজারা নেওয়া রাজ্যের তালিকায় শীর্ষ স্থান পেল কারা ?

উত্তর :- তামিলনাড়ু

 

31. দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশি মুদ্রাস্ফীতির হার দেখা গেল কোন দেশে ?

উত্তর :- পাক-ই-স্তান

কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন তা নিয়ে এখানে মক টেস্ট তৈরি করানো হয়েছে যেকোন চাকরি ক্ষেত্রে এই মক টেস্ট গুলি কমন পেয়ে যাবেন = Click Here

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

মক টেস্ট করুন যেকোন চাকরি ক্ষেত্রে প্যাক টেস্ট = Click Here

Teligram Group = Join


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!