Wbpsc Food Si Previous Year Question Paper

Spread the love

Wbpsc Food Si Question Paper Mock Test 2023 ( Sat-13)

যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার পরিস্থিতির জন্য আমরা আয়োজন করেছি মক টেস্ট এই মক টেস্ট প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি ক্ষেত্রে যেমন- Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোন চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে পারেন ।

 

1. কে IPL-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 70000 রান পূর্ণ করলেন ?





উত্তর :- (C) বিরাট কোহলি

 

2. ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে ?





উত্তর :- (D) ২৫-২৮ ধারায়

 

3. কী পরিমাপ করতে ভোল্টমিটার ব্যবহার করা হয় ?





উত্তর :- (B) বিভব প্রভেদ

 

4. নীচের কোন নদীটি ভারতে উৎপন্ন হয়নি ?





উত্তর :- (D) শর্তদ্র

 

5. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো-গ্রিক শাসক কে ছিলেন ?





উত্তর :- (B) মিনিন্দার

Food Si Previous Year Question Paper

 

6. রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন ?





উত্তর :- (D) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল

 

7. প্রতিবছর কোন তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় ?





উত্তর :- (C) ৮ই মে

 

8. কোন গিরিপথটি রাজস্থান রাজ্যে অবস্থিত ?





উত্তর :- (D) হলদিঘাট

 

9. নীচের কোন জোড়টি সঠিক নয় ?





উত্তর :- (A) সিলভিকালচার-বাণিজ্যিকভাবে শাক-সবজি উৎপাদন

 

10. কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?





উত্তর :- (D) পুরুষপুর

 

11. পঞ্চায়েতে রাজ ব্যবস্থার সূত্রপাত হ্য়- ?





উত্তর :- (A) 1959 সালে

 

12. মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কে ?





উত্তর :- (B) খণদাতা

Wbpsc Food Si Question Paper 2019

 

13. মৃচ্ছকটিকম কে রচনা করেন ?





উত্তর :- (C) শুদ্রক

 

14. ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসেবে কে মনোনীত হন ?





উত্তর :- (A) দাদাভাই নওরোজি

 

15. ONGC-র সদর দপ্তর কোথায় অবস্থিত ?





উত্তর :- (B) নতুন দিল্লি

 

16. মৈকাল পর্বত কোন রাজ্যে অবস্থিত ?





উত্তর :- (B) ছত্রিশগড়

Kolkata Polices MCQ Mock Test 2023

 

17. লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে পারে ?





উত্তর :- (C) 6 মাস

 

18. শকরা কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন ?





উত্তর :- (B) মধ্য এশিয়ার

 

19. বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা কার দ্বারা নিযুক্ত হন ?





উত্তর :- (A) রাষ্ট্রপতি

 

20. সব লাল হো জায়েগা’ উক্তিটি কার ?





উত্তর :- (C) রণজিৎ সিং

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

মক টেস্ট করুন যেকোন চাকরি ক্ষেত্রে প্যাক টেস্ট = Click Here

Telegram Group = Join


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!