Wbpsc Food Si Question Paper Mock Test 2023

Spread the love

Wbpsc Food Si Question Paper Mock Test 2023 ( Sat-11)

যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার পরিস্থিতির জন্য আমরা আয়োজন করেছি মক টেস্ট এই মক টেস্ট প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি ক্ষেত্রে যেমন- Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোন চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে পারেন ।

 

1. ভারতের বৃহত্তম নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা ‘পাওয়ার ফিনান্স কর্পোরেশন’এর প্রথম মহিলা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন কে ?

উত্তরঃ- পারমিন্দর চোপড়া

 

2. ‘পেটিএম এর প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত- হলেন কে ?

উত্তরঃ- ভবেশ গুপ্তা

 

3. এই প্রথমবারের জন্য, ২০২২-২৩ আর্থিক বছরে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের মূল্য কত টাকা অতিক্রম করল ?

উত্তরঃ- ১ লাখ কোটি টাকা (এখন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১,০৬,৮০০ কোটি টাকা, যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে)

 

4. কোন দেশ ভারতের ইউপিআই সিস্টেমে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করল ?

উত্তরঃ- জাপান

 

5. বিশ্বের বৃহত্তম গাড়ি রফতানিকারকের তকমা পেল কোন দেশ ?

উত্তরঃ- চিন

 

6. ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তরঃ- এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত

 

7. সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জে, কোন ২ দেশের মধ্যে নতুন হাটের উদ্বোধন হল ?

উত্তরঃ- ভারত ও বাংলাদেশ

Wbpsc Food Si GK Question Paper Mock Test 2023

 

8. ভারতের কোন রাজ্য সরকার প্রথম ফার্মা পার্ক গড়ে তোলার বিষয়ে অনুমোদন দিল ?

উত্তরঃ- উত্তর প্রদেশ

 

9. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দলে দেশীয় নীতি উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তরঃ- ভারতীয়-মার্কিনি নীরা ট্যান্ডন

 

10. ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ কবে পালিত হয় ?

উত্তরঃ- ৮ মে

 

11. বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মোচা’র নামকরণ করেছে কোন দেশ ?

উত্তরঃ- ইয়েমেন

 

12. ম্যারিকো লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে ?

উত্তরঃ- সৌগত গুপ্তা

 

13. সম্প্রতি প্রয়াত সমরেশ মজুমদার (৭৯ বছর) কে ছিলেন ?

উত্তরঃ- সাহিত্যিক

 

14. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ- ১৫ মে

 

15. “ট্যুইটার’এর নতুন চিহ্ন এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তরঃ- লিন্ডা ইয়াকারিনো

 

16. ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’এর ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন কে ?

উত্তরঃ- প্রবীণ সুদ

 

17. প্রতিটি পুলিশ জেলায় ড্রোন নজরদারি থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি ?

উত্তরঃ- কেরল

 

18. এবছর কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জিতল কোন দল ?

উত্তরঃ- কংগ্রেস

 

19. ভারতের প্রথম মাইনিং স্টার্ট-আপ। সম্মেলন কোথায় হয়েছে ?

উত্তরঃ- মুম্বই

MCQ Wbpsc Food Si Question Paper Mock Test 2023

 

20. মার্কিনি পত্রিকা ‘টাইম’এর প্রচ্ছদে স্থান পেয়ে ‘বৈশ্বিক তারকা’র খেতাব পেলেন কে ?

উত্তরঃ- বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

 

21. শরীরে একইসঙ্গে ৩ জনের ডিএনএ নিয়ে শিশুর জন্ম হল কোথায় ?

উত্তরঃ- যুক্তরাজ্য

 

22. বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি তালিকা থেকে কোন রোগকে বাদ দিল ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ ?

উত্তরঃ- এমপক্স (আগে নাম ছিল ‘মাঙ্কিপক্স’)

কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন তা নিয়ে এখানে মক টেস্ট তৈরি করানো হয়েছে যেকোন চাকরি ক্ষেত্রে এই মক টেস্ট গুলি কমন পেয়ে যাবেন = Click Here

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

মক টেস্ট করুন যেকোন চাকরি ক্ষেত্রে প্যাক টেস্ট = Click Here

Telegram Group = Join


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!