সায়েন কুইজ Top 30

Spread the love

যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার পরিস্থিতির জন্য আমরা আয়োজন করেছি মক টেস্ট এই মক টেস্ট প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি তৈরি করতে পারেন।পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি ক্ষেত্রে Mock Test যেমন- Kolkata Polices , MTS , Data Entry Operator , SSC , West Bengal Polices, Group-D, Group-C, BSK, Group-B, ANM/GNM যেকোন চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে পারেন।

Science Quiz Mock Test 2023

 

1. কত রকমের সার হয় ?

উত্তর :- অ্যামোনিয়া সালফেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, রকফসফেট, সুপার ফসফেট উদ্ভিদ সার, প্রাণীজ সার, মৃত্তিকা সার ইত্যাদি।

 

2. উদ্ভিদসার কখন ব্যবহার হয় ?

উত্তর :- মাটিতে পটাশের অভাব হলে

 

3. ভারত কি কি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ?

উত্তর :- আর্যভট্ট, ভাস্কর ইত্যাদি।

 

4. “পঞ্চসিদ্ধান্তিকা” কি?

উত্তর :- প্রাচীন কালের ভারতীয় বিখ্যাত বিজ্ঞানী বরাহ মিহির রচিত পুস্তক। এতে অভিকর্ষ বল সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তিনিই প্রথম বলেন যে, দিকে আকর্ষণ করে।”

 

5. খনিজ সার কখন ব্যবহার হয় ?

উত্তর :- নারকেল, সুপারী জাতীয় গাছের চাষ করতে প্রয়োজন হয়।

 

6. নাইট্রোজেন উদ্ভিদের কোন কাজে লাগে ?

উত্তর :- গাছকে বড় হতে সাহায্য করে, খাদ্য জোগায় আর রসাল করে।

 

7. রঙ-এর কথা প্রথম কোন বইতে জানা যায় ?

উত্তর :- ‘বুক অফ জেনেসিস’-এ।

 

8. বার্নিশ কিভাবে তৈরি হয় ?

উত্তর :- রেজিন, স্পিরিট, তেল গুলে বার্নিশ তৈরি করা হয়।

 

9. বোলোমিটার কি ?

উত্তর :- বিকীর্ণ তাপ মাপার যন্ত্র। তাপমাত্রা পরিবর্তনের প্লাটিনাম ধাতুর রোধের পরিবর্তন এই যন্ত্রে কাজে লাগানো হয়ে থাকে ।

 

10. ভারতে প্রথম কখন কোথায় রঙ ব্যবহার করা হয় ?

উত্তর :- ৩৩০০ খ্রীষ্টপূর্ব থেকে ৭০০ খ্রীষ্টপূর্ব পর্যন্ত মহেঞ্জোদড়ো আর হরপ্পা সভ্যতার কথা থেকে জানা যায় যে সে সময়ও রং-এর প্রচলন ছিল ।

 

11. কাঁচ শিল্প প্রথম কোথায় চালু হয় ?

উত্তর :- মিশরে। খ্রীষ্টপূর্ব ২০০০ থেকে ১৫০০ মধ্যে।

 

12. আধুনিক রকেটবিদ্যা কে সূচনা করেন ?

উত্তর :- রবার্ট হ্যাচিংস গর্ভাড ।

 

13. পাখীর ডিম পর্যবেক্ষণ করাকে বিজ্ঞানে কি বলে ?

উত্তর :- উলজি (Oology) ।

 

14. কোন্‌ সব্জি লোহার পরিমাণ সর্বাধিক ?

উত্তর :- স্পিনাকে-প্রতি ১০০ গ্রামে ২.২ মি. গ্রাম ।

 

15. সাইফল কি ?

উত্তর :- পাত্র না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্র তরল পদার্থ ঢালার জন্য বা তলানী যুক্ত তরল পদার্থ থেকে পরিষ্কার তরল স্থানান্তরিত করতে সাইফল ব্যবহার করা হয়।

 

16. উদ্ভিদ বিদ্যায় বেগুন আর টম্যাটোর মধ্যে পার্থক্য কি ?

উত্তর :- প্রকৃতপক্ষে দুটিই বেরী জাতীয় ফল ।

 

17. সল্টপিটার কি?

উত্তর :- নাইটার বা পটাশিয়াম নাইট্রেড (KNO3)।

 

18. সবচেয়ে বিষাক্ত মৌলিক পদার্থ কোটি ?

উত্তর :- প্লুটোনিয়াম ।

 

19. আর্মাডিলো কি?

উত্তর :- এক ধরনের ছোট স্তন্যপায়ী যার শরীরে চর্মের মতো একটি হাড়ের শক্ত আবরণ আছে।

 

20. কৃত্রিম উপায়ে মৎস্য প্রজননকে বিজ্ঞানে কি বলে ?

উত্তর :- পিকি কালচার।

 

21. বস্তুকণার ত্বরণের সূত্র কি?

উত্তর :- বস্তুকণার ত্বরণ = x (+) ।

 

22. হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মধ্যে পার্থক্য কি ?

উত্তর :- জীবদেহে যেসব রোগের লক্ষণ পাওয়া যায় তার বিপরীত যুক্ত লক্ষণ রোগের ঐ ওষুধের প্রয়োগ ক্রিয়াকে বলা হয় অ্যালোপ্যাথি। আর জীবদেহে যে ঔষধ কার্যকর হয় তাকে বলা হয় হোমিওপ্যাথি ।

 

23. দুধ ও সরের মধ্যে কোনটা হাল্কা ?

উত্তর :- দুধ ।

 

24. ঔষধের মাইসিন শব্দটির অর্থ কি?

উত্তর :- মাইসিন শব্দের ঔষধগুলি ফাঙ্গাস থেকে তৈরী হয় ।

 

25. ফসিল কি?

উত্তর :- জীবজন্তু গাছপালার মৃতদেহের ছাপ প্রাগৈতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপী মাটির অভ্যন্তরে থাকার ফলে পাথর বা কয়লার মধ্যে এগুলি দেখা যায় ।

 

26. লিথোলজি কি ?

উত্তর :- পাথর নিরীক্ষণ করার বিদ্যা ।

 

27. কোন পতঙ্গ মানুষের পক্ষে সবচেয়ে বেশী ক্ষতিকারক ?

উত্তর :- সাধারণতঃ ৬ পাযুক্ত মাছির। ৩০ রকমের জীবাণু বহনকারী ।

 

28. হার্পেটোলজিষ্ট কারা ?

উত্তর :- সরীসৃপ সম্পর্কীয় বিদ্যার ছাত্র ।

 

29. সাপের ঘ্রাণ গ্রহণের অঙ্গ কোটি ?

উত্তর :- সাপের জিভ দু-ভাগে বিভক্ত- তার দ্বারা।

 

30. সেরিকালচার কি?

উত্তর :- গুটি পোকার থেকে রেশম তৈরি করার পদ্ধতি ।

কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন = Click Here

কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন = Click Here

যেকোন চাকরি ক্ষেত্রে মক টেস্ট প্র্যাকটিস করুন বা Question Paper PDF Download = Click Here

টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন = Click Here


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!